অর্পিতা দাস: ভাই ইব্রাহিম আলি খান দিদি সারা আলি খানের কাছে ‘ইগি পটার’। ভাইয়ের ২০ বছরের জন্মদিনে অভিনেত্রী পোস্ট করলেন দুই ভাই বোনের কিছু মিষ্টি মুহূর্তের ছবি।
ক্রিসমাস হোক বা নতুন বছর, কাজ না থাকলে পরিবারের সঙ্গে কাটাতেই পছন্দ করেন সারা আলি খান। ভাই ইব্রাহিম আলি খান তাঁর আদরের বন্ধু, তাই ভাইয়ের জন্মদিন সারার কাছে খুব স্পেশাল। ভাইয়ের জন্য ডিজাইন করা স্পেশাল কেক আনালেন সারা।
এক স্পেশাল ফুটবল থিমের কেক, কেক- এ ইংলিশ প্রিমিয়ার লিগ, চেলসির কভার করা এবং কেকের মধ্যে রয়েছে ইউনিফর্ম পরা ইব্রাহিমের ছবি। যদিও ইউনিফর্মে লেখা রয়েছে ‘ইগি’ অর্থাৎ যে নামে সারা ডাকেন তাঁর ভাই ইব্রাহিমকে।
খেলা নিয়ে দারুণ ইন্টারেস্ট রয়েছে ইব্রাহিমের। নিজের সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ফুটবল খেলার ছবি ও ভিডিও পোস্ট করেন ইব্রাহিম। তাই ভাইয়ের পছন্দের কথা মাথায় রেখেই এই কেক আনলেন সারা। ২০ বছরে পা দিলেন ইব্রাহিম।
সারার শুভেচ্ছার পাশাপাশি করিনা কাপুর খানও শুভেচ্ছা জানিয়েছেন পতৌদি পরিবারের এই ইয়াং হ্যান্ডসাম কে। কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা। বাড়ি ফেরার পর করিনার সঙ্গে দেখাও করে এসেছেন সারা।
এদিন ইব্রাহিমের সঙ্গে দারুণ কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন সারা। যেখানে একদম ছোট্ট সারা ও ইব্রাহিমের পাশাপাশি দেখা যাচ্ছে এখনকার ছবিও। এবং ভাইকে নিয়ে লেখেন কিছু মনের কথাও। কিভাবে ভালোবেসে ঝগড়া করে ভাইকে বিরক্ত করে বছরের পর বছর এইভাবেই কাটিয়ে দিতে চান সারা, জন্মদিনে সেই মনের কথাই ভাইকে জানালেন সারা।