প্রকাশ্যে রোজা ভাঙলেন Rakhi, আদিলের পর এবার কি ইসলাম ত্যাগ করলেন অভিনেত্রী

0
205
Rakhi Sawant

বিনোদন ডেস্ক: আদিল খান দুরানি’কে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহন করেছিলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সম্পর্ক টেকেনি, স্বামীর বিরুদ্ধে প্রতারনা সহ গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন, বর্তমানে আদিল এখন জেলে। আর অন্যদিকে একা নতুন করে নিজের ছন্দে জীবন কাটাতে ব্যস্ত রাখি।

বেশ কিছুদিন আগে ঘটা করে রোজা পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার সবার সামনেই রোজা ভাঙলেন রাখি। তাহলে কি আদিলের পর এবার ইসলাম ধর্ম ত্যাগ করলেন তিনি ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পাপারাজ্জিতদের মুখোমুখি হয়ে রাখি বলছেন আমার রোজা ভেঙে গেল, আমার রোজা ভেঙে গেল। তারপরেই অভিনেত্রী বলেন, “আমি ভুল করে চুয়িং গাম চিবিয়ে ফেলেছি। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ভিডিও।

- Advertisement -

গত বছরে বিয়ে সারেন রাখি-আদিল। বিয়ের আগে ইসলাম ধর্মে দীক্ষিত হন। রাখি নাম বদলে তাঁর নাম হয় ‘ফতিমা’। তবে দাম্পত্য জীবন সুখের হয়নি তাঁদের। বছর ঘুরতে না ঘুরতেই সম্পর্কে চিড় ধরে। গার্হস্থ্য হিংসা, পরকীয়া ও প্রতারণার অভিযোগ ওঠে আদিলের বিরুদ্ধে। রাখির অভিযোগে আপাতত জেলে আদিল। আদিলের সঙ্গে ইতিমধ্যে বিচ্ছেদ ঘোষণা করেছেন রাখি সাওয়ান্ত।