
বিনোদন ডেস্ক: বলিউড পরিচালক সাজিদ খানকে ঘিরে ফের বিতর্কের ঝড় উঠেছে। রিয়্যালিটি শো বিগ বস-এ তাঁকে সুযোগ দেওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন শার্লিন চোপড়া, সোনা মহাপাত্র সহ অনেকেই। কয়েকজন যখন পরিচালককে বয়কটের ডাক দিয়েছেন সেইসময় তাঁকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করলেন রাখি সাওয়ান্ত।
সাজিদের পাশে দাঁড়িয়ে বলিউডের মিরচি গার্ল বলেছেন, ‘সাজিদ খান আমার কেউ হয় না। কিন্তু মনুষ্যত্বের খাতিরে তাঁকে ক্ষমা করে দিন।’ প্রকাশ্যে কেঁদে ফেলেন রাখি। বলেন, ‘একজন মানুষ গোটা দেশ থেকে এত ঘৃণা পেলে আত্মহত্যা করতে বাধ্য হবে। তাই এমন কিছু হওয়ার আগে তাঁকে ক্ষমা করে দিন, বাঁচতে দিন।’
আরও পড়ুন: জনপ্রিয় গায়িকার নিশানায় Salman Khan, ‘হিজরাদের মত দেখতে’, পাল্টা আক্রমণ ভাইজান ভক্তদের
আরও বলেন, ‘চার বছর ধরে শাস্তি ভুগছে! কেউ ওঁর সঙ্গে কাজ করতে চায়নি। এবার নিজের ভাগ্য পরীক্ষা করতে বিগ বসে গিয়েছেন। আর বিগ বস রিয়্যালিটি শোয়ে বিতর্কিত মানুষদের নেওয়া হয়। আমি যদি বিগ বসে যাই আমি তাঁকে প্রশ্ন করব এসব কি সত্যি নাকি অন্যরা পাবলিসিটি স্টান্ট করছে।’
উল্লেখ্য, মি টু আন্দোলনের সময় সিমরণ সুরি, র্যাচেল হোয়াইট, সালোনি চোপড়া, শার্লিন চোপড়ার মত অভিনেত্রীরা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। এরপর বিগ বস হাউজে তাঁকে সুযোগ দেওয়ার কারণে ফের মাথাচাড়া দিয়ে ওঠে বিতর্ক।