জালিয়াতির শিকার প্রসেনজিতের বোন, ব্যাঙ্ক থেকে উধাও মোটা টাকা

0
287

বিনোদন ডেস্ক: জালিয়াতির শিকার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায়। অভিনেত্রীকে মৃত প্রমাণ করে তাঁর পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে মোটা টাকা। তাঁর অ্যাকাউন্টটি রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় হতবাক পল্লবী।

সম্প্রতি এক সাংবাদ মাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, শরৎ বোস রোডের অ্যাক্সিস ব্যাঙ্কে একটি পিপিএফ ফান্ড ছিল। বেশ কয়েক বছর ধরেই সেখানে টাকা জমাচ্ছেন। হঠাৎই ব্যাঙ্ক মারফত তাঁকে জানানো হয়, ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। অভিনেত্রী মৃত, এই দাবি করে অ্যাকাউন্ট থেকে ৯ লাখ ১৭ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। পরক্ষনেই ব্যাঙ্কের কাছে তিনি জানতে চেয়েছেন, “যদি মৃত হই, তাহলে মৃত্যুর শংসাপত্র কোথায়।” কিন্তু সেখান থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

- Advertisement -

ঘটনায় বেশ চিন্তিত পল্লবী, কড়েয়া থানায় এফআইআর দায়ের করেছেন। ব্যাঙ্কের তরফ থেকে জনানো হয়েছে, আগামী ১৬ থেকে ১৭ এপ্রিলের মধ্যে সমস্ত টাকা ফেরত দেওয়া হবে। এখন দেখা যাক শেষ অবধি কি হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রিত ব্যবস্থায় এই রকম ঘটনায় অত্যন্ত অসন্তুষ্ট পল্লবী।