অর্পিতা দাস: নিজের দ্বিতীয় বিবাহ বার্ষিকীর দিন এক দারুণ সুখবর দেন গায়িকা নীতি মোহন। তিনি এবং স্বামী নিহার পান্ডে দুজন থেকে এবার হতে চলেছেন তিনজন, তাদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি।
নিজের সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই সুখবর দিয়েছেন নীতি। দু বছর চুটিয়ে সংসার করার পর এবার বড় দায়িত্ব নিতে চলেছেন নীতি ও তাঁর স্বামী নিহার। মা হওয়ার কি দারুন জার্নির অভিজ্ঞতা এবার সকলের সাথে ভাগ করে নিলেন এই গায়িকা।
নীতির কথায়, ” এই অভিজ্ঞতা মুখে প্রকাশ করা যায় না। ধীরে ধীরে শরীরে বেড়ে উঠছে এক প্রাণ, অনুভব করছি তার হৃদস্পন্দন, মাঝে মাঝেই ছোট্ট পা ধাক্কা মারছে গর্ভে। এবং এখন যে গান গাইছি- সব যেন শুনতে পাচ্ছে আমার শরীরের ভেতরে বেড়ে ওঠা ছোট্ট শিশুটি।” মা হওয়ার এই অনুভূতি নীতির কাছে খুব গর্বের, তাই প্রত্যেক মা এবং হবু মায়ের জন্য নীতির তরফ থেকে রইল অনেক ভালোবাসা। অনেকের কাছেই মা বাবা বাবা মানে দায়িত্ব বেড়ে যাওয়া, নিজের জন্য অনেকটা সময় কমে যাওয়া। তবে কখনই এমনটা ভাবেন না নীতি। তার কাছে মা হওয়ার অভিজ্ঞতা বরং ম্যাজিকাল। যারা মা হন শুধুমাত্র তারাই নিজের সাথে কাটাতে পারেন এমন এক দারুণ সময়- ঠিক যেমনটা এখন কাটাচ্ছেন নীতি। নিজের বেবি বাম্প এর ছবি পোস্ট করে এমনই কথা লেখেন এই গায়িকা।
ইশক ওয়ালা লাভ’ ও ‘জিয়া রে জিয়া’র মত গানের জন্য সঙ্গীত জগতে নীতি মোহন এক জনপ্রিয় নাম। হিন্দির পাশাপাশি মারাঠি তেলেগু বাংলা পাঞ্জাবি ইংরেজি এমনকি কন্নড় ভাষাতেও গান গেয়েছেন নীতি মোহন।