মুম্বই: তাঁর দারুণ অভিনয়ে মুগ্ধ সকলেই, দর্শক থেকে তারকা সবাই। তিনি হলেন জনপ্রিয় বলি অভিনেতা রাজকুমার রাও। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন আর এক কিংবদন্তি অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে ‘হাম দো হামারে দো’ সিনেমায়।
পরেশ বিশ্বাস করেন যে তিনি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছেন। প্রবীণ অভিনেতা বলেন, “যখন আপনি অনেক অভিনেতার সঙ্গে কাজ করেন … তাঁদের মধ্যে খুব কম অভিনেতার প্রশংসাই আপনি করেন। প্রশংসা করেন না কেন তাঁরা সফল হওয়ার কারণে নয় কারণ আপনি তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন। আপনি কেবল তাঁদের প্রশংসা করেন যাদের কাছ থেকে আপনি কিছু শেখেন।”
তিনি আরও বলেছেন, “রাজকুমার সেই অভিনেতাদের মধ্যে একজন, যাঁর কাছ থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন এবং তাঁর সঙ্গে কাজ করতে পেরে অনেক আনন্দ উপভোগ করতে পারেন। তিনি বিভিন্ন বিষয়ের ছবিতে কাজ করার চেষ্টা করেন। এবং ‘শহীদ’ এবং ‘নিউটন’ এর মতো বিভিন্ন সিনেমা সমর্থনও করেন। চলচ্চিত্রের ভবিষ্যৎ ভালো হবে কারণ যদি তাঁর মতো অভিনেতারা সমর্থন করেন তাহলে ভালো লাগবে। “
পারিবারিক বিনোদনদাতা ‘হাম দো হামারে দো’ একজন ব্যক্তির গল্প বলে যে তাঁর জীবনের ভালোবাসাকে মুগ্ধ করার জন্য বাবা -মায়ের একটি সেটকে “ব্যবস্থা করতে বাধ্য করে। এতে আরও কয়েকজন শিল্পী অভিনয় করেছেন। তাঁরা হলেন রত্না পাঠক শাহ, কৃতি শ্যানন এবং অপরাশক্তি খুরানা।
কমেডির ক্ষেত্রে তিনি কীভাবে নিজেকে এগিয়ে নিয়ে যান সে সম্পর্কে কথা বলতে গিয়ে পরেশ বলেছিলেন, “লেখক, পরিচালক এবং সহকর্মীদের সাহায্যে। যদি আমার সঙ্গে সহকর্মী অভিনেতা সঠিকভাবে প্রতিক্রিয়া না দেখায় তবে কমেডিটি চাপা পড়ে যাবে। এটি একটি তিনটি ফ্যাক্টরের সংমিশ্রণে তৈরি যেখানে সবার সাহায্য দরকার। “
অভিষেক জৈন পরিচালিত ‘হাম দো হামারে দো’। দীনেশ বিজানের প্রযোজনায় চলচ্চিত্রটি ২৯ অক্টোবর থেকে ডিজনি+ হটস্টারে স্ট্রিমিং শুরু হবে।