Pallavi Dey case : ভুয়ো ব্যবসা চালাত সাগ্নিক, সমস্তটা কি জানা ছিল পল্লবীর

0
315

বিনোদন ডেস্ক : টলি অভিনেত্রী পল্লবী দের রহস্য মৃত্যু তদন্তে নয়া মোড়। অভিনেত্রীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী কে রাতভোর জেরার পর উঠে এল নয়া তথ্য। আপাতত পুলিশি হেফাজতে সাগ্নিক। জানা গিয়েছে ভুয়ো ব্যাবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

অভিনেত্রীর রহস্য মৃত্যুতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পল্লবীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী ভাবনা, প্রত্যুষার দাবি বড় IT কোম্পানিতে চাকুরিরত ছিলেন সাগ্নিক চক্রবর্তী। আবার সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাগ্নিকের মা জানিয়েছেন , কল সেন্টারে কাজ করতো ছেলে। তবে পুলিশই বয়ান বলছে অন্যকথা। জানা গিয়েছে, ভুয়ো কল সেন্টার চালাত সাগ্নিক। সেখান থেকে কল যেত অস্ট্রেলিয়ায়। IT কোম্পানি, কল সেন্টারে চাকরি সবই ভুল কথা।

প্রথম থেকেই সাগ্নিক-পল্লবীর বিলাসবহুল লাইফস্টাইলে সন্দেহ ছিল ভাবনা-প্রত্যুষার। দামী দামী গাড়ি,দামী উপহার, কলকাতার বুকে বড় ফ্ল্যাট , হঠাৎ করেই বাইরে ট্যুর, সমস্ত কিছুই ধোঁয়াশা লাগত পল্লবীর বন্ধু-বান্ধবদের কিন্তু বন্ধুত্বের খাতিরে কখনো সেটা প্রকাশ্যে আনেননি বা প্রশ্ন তোলেনি। কিন্তু এখন প্রশ্ন এসবকিছু কি পল্লবী জানত ? নাকি অভিনেত্রীর কাছ থেকে সমস্তটা লুকিয়ে ছিলেন সাগ্নিক !