নিউইয়র্ক: লস এঞ্জেলসের ডবলি থিয়েটরে অনুষ্ঠিত হল ৯২ তম অস্কার সেরিমনি৷ গোটা পৃথিবীর সিনেমাপ্রেমীদের চোখ থাকে এই অস্কার অনুষ্ঠানের দিকে৷ প্রতি বছরের মতো ফেব্রুয়ারিতে পুরস্কারের আসর বসেছে এই বছরেরও৷ তবে এই বছর হলিউডকে টেক্কা দিয়ে অস্কারের মঞ্চে সেরার সেরা মুকুট ছিনিয়ে নিল কোরিয়ার ছবি প্যারাসাইট৷
তালিকা ছিল লম্বা৷ কিন্তু জোকার, ম্যারেজ স্টোরি, ফোর্ড ভার্সেস ফেরারি, লিটল উইমেন, জোজো রাবিট, ওয়ানস আপন আ টাইম ইন হলিউড, ১৯১৭ এবং দ্য আইরিশম্যানকে পিছনে ফেলে অস্কার ছিনিয়ে নিল কোরিয়ার ছবি প্যারাসাইট৷ ফিবারের মতোই হোস্টের অনুপস্থিতি ছাড়াই অনুষ্ঠিত হল অস্কার ২০২০৷
সেরা পরিচালকের নমিনেশনে কোনও মহিলার নাম ছিল না৷ এই নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল৷ কিন্তু তাতে কী? হলিউডের গ্ল্যামারাস ইভেন্টের জৌলুস এতটুকু কমেনি৷ উপস্থাপকদের তালিকাটি ছিল চোখ ধাঁধানো৷ কেনু রিভস, গ্যাল গ্যাদো, পেনিলপি ক্রুজ, জেমস কর্ডেন-সহ হলিউডের তাবড় সেলিব্রিটিরা ঘুরে ফিরে দায়িত্ব সামলেছেন৷ মন কেড়েছে জানেল মোনে ও বিলি পোর্টারের ওপেনিং পারফরম্যান্স৷
একনজরে দেখে নেওয়া যাক অস্কারজয়ীদের তালিকা:
সেরা ছবি– প্যারাসাইট
সেরা পরিচালক– বং জুন হো (প্যারাসাইট)
সেরা অভিনেতা– হোয়াকিন ফিনিক্স (জোকার)
সেরা অভিনেত্রী– রেনে জেলওয়েগার (জুডি)
সেরা সহ-অভিনেতা– ব্র্যাড পিট (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড)
সেরা সহ-অভিনেত্রী– লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম– প্যারাসাইট
সেরা সিনেম্যাটোগ্রাফি– রজার ডেকিন্স (১৯১৭)
সেরা এডিটিং– মাইকেল ম্যাককাস্কার এবং অ্যান্ড্রু বাকল্যান্ড (ফোর্ড ভার্সেস ফেরারি)
সেরা অরিজিনাল সং– এলটন জন ও বার্নি তপিন (লাভ মি এগেইন)
সেরা মিউজিক (অরিজিনাল স্কোর)– হিদুর গুয়ানদত্তির (জোকার)
সেরা সাউন্ড মিক্সিং– মার্ক টেলার ও স্টুয়ার্ট উইলসন (১৯১৭)
সেরা সাউন্ড এডিটিং– ডোনাল্ড সিলভেস্টার (ফোর্ড ভার্সেস ফেরারি )
সেরা ডকুমেন্টারি ফিচার– আমেরিকান ফ্যাক্টরি
সেরা ডকুমেন্টারি শর্ট– লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন
সেরা প্রোডাকশন ডিজাইন– ওয়ানস আপন আ টাইম ইন হলিউড
সেরা কস্টিউম ডিজাইন– জ্যাকলিন ডুরান (লিটল উইমেন)
সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে– প্যারাসাইট
সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে– জোজো রাবিট
সেরা অ্যানিমেটেড ফিচরা– টয় স্টোরি ফোর
সেরা অ্যানিমেটেড শর্চ– হেয়ার লাভ
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম– দ্য নেইবারস উইনডো
সেরা কস্টিউম ডিজাইন– লিটল উইমেন
সেরা সাউন্ড এডিটিং– ফোর্ড ভার্সেস ফেরারি
সেরা মেকআপ-হেয়ারস্টাইলিং– বম্বশেল