বিনোদন ডেস্ক : সম্প্রতি জি বাংলার নতুন ধারাবাহিক উমা। সুরু তেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন উমা। বাবা থাকতে প্রায়ই লুকিয়ে লুকিয়ে সুযোগ করে দিতেন একেকটি ম্যাচ খেলার। কিন্তু ক্যেরিয়ারের শুরুতেই বাবাকে হারাতে হয়। এরপরের পথ চলাটা আরও বেশি কঠিন হয়ে পরে, দিদির বিয়ে দেওয়া, বাড়িতে সংসারের দায়িত্ব এছাড়াও নিজের দায়িত্ব সবটা বুঝে নিয়ে কোথাও যেন ক্রিকেটার হওয়ার স্বপ্ন ধুয়ে মুছে সাফ হয়ে যায় উমার। তারপরেই তাঁর বিয়ে হয়ে যায় আর শুরু হয়ে যায় তাঁর নতুন যুদ্ধ। একের পর এক ষড়যন্ত্র চলে তাঁর ওপর ।কিন্তু সমস্ত রকম পরিস্থিতিতেই সব সময় পাশে পান স্বামী অভিমুন্ন্যকে।
সিরিয়ালের শুরু তেই একের পর এক চমক দিয়ে চলেছে এই ধারাবাহিকটি। কখনো সম্পূর্ণ ভিন্ন ধারার গল্পের কারনে , আবার কখনো প্রথা ভেঙে
বার বার শিরনাম কেড়েছে জি বাংলার ‘উমা’। এমনকি এবারের টিআরপি যুদ্ধেও ৯.৩ নম্বরে দ্বিতীয় স্থান দখল করেছে উমা।
ইতিমধ্যে প্রথা ভেঙে ভাত কাপড়ের নিয়মের রদবদল এনে চর্চায় ছিল ‘উমা’ । তার ওপর এবার আগামী পর্বে দেখা যাবে নতুন টুইস্ট। অভুমুন্যর সঙ্গে পারস্পারিক বোঝাপড়া করতে দেখা যাবে তাঁকে। ফুলশয্যা রাতেই বদলে যাবে অভি-উমার সম্পর্কে নতুন মোড়। এখন দেখা যাক কি হতে চলেছে ‘উমা’র নতুন টুইস্টে।