অর্পিতা দাস: প্রতিদিন শরীরচর্চা এবং ডায়েটিং করে নিজের ওজন অনেকটাই কমিয়ে ফেলেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, কিন্তু এবার ওজন কমানোর কারণে নেটিজেনদের কটাক্ষের মুখে ঐন্দ্রিলা।
রাজা চন্দ পরিচালিত ম্যাজিক ছবিতে প্রথমবার বড় পর্দায় দর্শকেরা দেখেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিকে, ঐন্দ্রিলার অভিনয় সত্যিই প্রশংসনীয় কিন্তু সেই সময়ে তার চেহারা নিয়ে নানান নোংরা মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা। একাধিকবার বডিসেমিংয়ের শিকার হয়েছেন এই অভিনেত্রী। তবে মাত্র কয়েক মাসেই পরিশ্রম করে নিজের ওজন অনেকটাই কমিয়ে ফেলেছেন ঐন্দ্রিলা। কিন্তু ওজন কমানোর পরও সেই নেটিজেনদের নোংরা মন্তব্য জুটলো ঐন্দ্রিলার কপালে।
অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ করে অভিনেত্রীদের শারীরিক গঠন গায়ের রং নিন্দুকদের চর্চা করার জন্য অত্যন্ত প্রিয় বিষয়। নিজেদের মনুষত্বের বিসর্জন দিয়ে অভিনেত্রী দের নিয়ে কুমন্তব্য করতে দ্বিতীয়বার ভাবেন না নিন্দুকেরা। ঠিক একই ঘটনা দ্বিতীয়বার ঘটলো ঐন্দ্রিলার সঙ্গে। এর আগে বাড়তি ওজনের কারণে তার চেহারা নিয়ে একাধিকবার কুমন্তব্য করেন নেটিজেনরা। অভিনয়ের যেন কোনো দামই নেই- এই চেহারা নিয়ে কি করে ঐন্দ্রিলা নায়িকা হতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন একাধিক মানুষ। তবে নিজেকে সুস্থ রাখতে এবং দর্শকদের সামনে নতুন করে নিয়ে আসার কারণেই পরিশ্রম করে নিজের ওজন অনেকটাই কমিয়ে ফেলেছেন এই অভিনেত্রী যা সত্যিই প্রশংসনীয়। কিন্তু তাতেও এই নিন্দুকদের সমস্যা, সম্প্রতি নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ঐন্দ্রিলা, যেখানে বেশ রোগা দেখাচ্ছে এই অভিনেত্রীকে।
এই ছবি দেখার পর থেকেই নিন্দুকেরা বলতে শুরু করেন, আগেই নাকি ভালো দেখাতো ঐন্দ্রিলাকে, এখন নাকি তাকে রোগীর মত দেখাচ্ছে। যদিও কিছু মানুষ তার এই পরিবর্তনের জন্য প্রশংসাও করেছেন, কিন্তু বেশিরভাগ মানুষ তার রোগা হয়ে যাওয়া নিয়ে ফের কুমন্তব্য করতে শুরু করেছেন। বারবার অকারণে বডি শেমিং করা হচ্ছে ঐন্দ্রিলাকে। একজন অভিনেত্রীর বাড়তি ওজন যারা মেনে নিতে পারতেন না তারাই আবার তারকা হওয়ার কারণে খোঁটা দিতে শুরু করেছেন। আসলে সোশ্যাল মিডিয়ার জন্য অভিনেতা-অভিনেত্রীদের এখন খুব সহজেই আক্রমণ করতে পারেন সাধারন মানুষ, তা করে যেন আনন্দ পান তারা। তাই ভালো হলেও তার মধ্যে খারাপ খুঁজে বের করে তা নিয়ে নোংরা মন্তব্য করে খুশি থাকেন এই নিন্দুকেরা।