পূর্বাশা দাস: করোনা আক্রান্তের বাড়বাড়ন্ত নতুন করে সকলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তার সঙ্গে প্রশাসনের তরফে বেশ কিছু বিধিনিষেধে জারি করা হয়েছে। করোনার দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। দিল্লিতে সিনেমা হল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বলিউড সেলেবদের মধ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এছাড়াও বেশ কিছু বিগ বাজেটের ছবির নির্ধারিত মুক্তির দিন পিছিয়ে দেওয়া হচ্ছে। আর এই প্রত্যেকটা ঘটনার জন্য দায়ী নতুন করে দেশজুড়ে করোনার সংক্রমণ বৃদ্ধি।
এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছে টলিউডও। তবে নতুন করে করোনার বাড়াবাড়ি পরিস্থিতির মধ্যেই আর্টিস্ট ফোরাম এর তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে কোভিড সংক্রান্ত বেশ কিছু নিয়মাবলী এর কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে বা অসুস্থতা লুকিয়ে কেউ কাজ করে থাকলে ফোরাম যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে। আর্টিস্ট ফোরাম এর তরফ থেকে শুটিং সংক্রান্ত এক বেশকিছু মূল্যবান বিষয় আলোচনা করা হয়েছে।
আর্টিস্ট ফোরামের তরফে সদস্যদের প্রতি জরুরী ঘোষনায় জানানো হয়েছে, “করোনা অতিমারির প্রাদুর্ভাব আবার দেখা যাচ্ছে। সমস্ত রকমের সতর্কতা গ্রহণ করুন। মাস্ক ব্যবহার করুন। মেক-আপ এবং শ্যুটিং-এর সময় ব্যতীত মাস্ক খুলবেননা। চেষ্টা করুন নিজের মেক আপ নিজে করতে। সম্ভব না হলে মেক-আপ আর্টিস্টের সাহায্য নিন। দেখে নিন, তিনি মাস্ক ব্যবহার করছেন কিনা। পোশাক ও লেপেল ব্যবহার করার সময়ও সতর্ক থাকুন এবং প্রয়োজন মত নিজেকে রক্ষা করার চেষ্টা করুন। যদি কোনও সদস্যকে করোনাবিধি ভাঙতে এবং সরকারি নির্দেশ অমান্য করতে দেখেন, তাহলে সত্বর ফোরামকে জানান। শরীর খারাপ নিয়ে কোনও ফোরাম সদস্য কাজ করবেননা। কেউ যদি লুকিয়ে এমন কাজ করেন, তাহলে অন্যান্যরা সত্বর ফোরামকে জানাবেন। ফোরাম নিয়মভঙ্গকারীর বিরুদ্ধে যথোপযুক্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেবে।”
এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আর্টিস্ট ফোরামের এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।