
জীবনে পথ চলার জন্য হাসিখুশি থাকাটা খুব দরকার। বর্তমানে মানুষের হাতে সময় খুব কম, সবাই ব্যস্ত জীবন দৌড়ে কে কাকে ছাপিয়ে এগিয়ে যাবে তাতে। তাই বুঝি আস্তে আস্তে প্রাণ খুলে হাসার সুযোগটা কমে আসছে এমনই কথা মাথায় রেখে পরিচালক ড: কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় নিয়ে আসছেন একটি রম-কম ছবি যার নাম হাঙ্গামা ডট কম।
এস এস উদ্দিন এর উপস্থাপনায় এবং এসএসথ্রি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের প্রয়োজনায় তৈরি হতে চলেছে এই সিনেমা। এই চলচ্চিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ওম সাহানী, বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়। এছাড়া এই ছায়াছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, লাবনী সরকার, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসুর মত বিশিষ্ঠ অভিনেতাদের।
দর্শকরা এক মজাদার হাসির গল্পের স্বাদ পাবেন এই চলচ্চিত্র মাধ্যমে, যেমনটা এই সিনেমার নাম শুনে বোঝা যাচ্ছে। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও গল্প লিখেছেন পরিচালক ড: কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ আজ টিভিতে যা দেখবেন (২৭ আগস্ট ২০২২)
প্রেম, রোমান্স এবং ঘনিষ্ঠ সম্পর্কে রসায়নে তৈরি এই সিনেমার গল্প। দুই ভিন্ন পরিবার ও সংস্কৃতির মানুষ যখন প্রেমে পড়ে তাদের প্রেম কাহিনীর সমাপ্তি সবসময় শুভ হয়না। অনেক ক্ষেত্রেই নানা রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় তাদের।
দুই পরিবারের কেউ একে অপরকে হয়তো সহ্য করতে পারে না, সম্রাট, পূজা, অভিমুন্য, অর্চনা এদের জীবনেও ঘটে এরকম নানান ঘটনা। সম্রাট পূজাকে ভালবাসে যে অভিমন্যুর বড় বোন।
অপরদিকে অভিমন্যু- অর্চনাকে ভালোবাসে যে সম্রাটের বোন। কিভাবে এগোবে এই গল্প সেটাই এই সিনেমায় দেখার বিষয়।
পরিচালকের মতে, নিছক হাসির মোড়কে সাজানো এই চলচ্চিত্র দর্শকদের মন জয় করবে বলে তার দৃঢ় বিশ্বাস। এই সিনেমা ছোট থেকে বড় সবার কাছে সমাদৃত হবে বলে তিনি আশাবাদী।