
বিনোদন ডেস্ক : সম্প্রতি নতুন প্রজন্মের বেশ পরিচিত মুখ ঋষভ বসু (Rishav Basu)। ‘কুয়াশা যখন’, ‘ভটভটি’, ‘শ্রীকান্ত’ র মতো বেশ কিছু ওয়েব সিরিজ ছবিতে দেখা গিয়েছে টলিউডের নতুন মুখ ঋষভ বসুকে। কখনো শ্রীকান্ত র ব্যার্থ প্রেমিক তো আবার কখনো মহাভারত মার্ডারস রহস্যময় ঠান্ডা মাথার ভিলেন। বার বার ছক ভাঙা চরিত্রের মধ্যে দিয়ে দর্শকমহলের মন কেড়েছেন অভিনেতা।
এদিন প্রকাশ্যে এল তাঁর আসন্ন ওয়েব সিরিজ মহাভারত মার্ডারস এর ফার্স্ট লুক। ভিকি প্যাটেল চরিত্রে তাঁর ১ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিও নজর কাড়া। সিরিজে একজন ফিল্ম মেকারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। মহাভারত মার্ডারসে ভিকি প্যাটেল নিজেই যেন একটা রহস্য। রহস্যের উদ্ঘাটনে দেখা যাবে অর্জুন-পায়েল’কে। জনপ্রিয় ওটিটি প্লারটফরম হইচই সিরিজে অভিনেতার একটুকরো অংশ শেয়ার হতেই তুমুল হইচই নেটদুনিয়ায়।
View this post on Instagram
অভিনেতার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকমহল। কমেন্ট বক্স ভরে গিয়েছে কমেন্টে আবার অনেকে বলিউডে জিম সর্ব-এর সঙ্গে তুলনা করেছেন ঋষভকে। যদিও কথাটা খুব একটা ভুল কিছু না , একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন দুই অভিনেতার মুখের আদল অনেকটাই এক।