
খাস ডেস্ক: গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। প্রিয় শিল্পীর এই খবরে উদ্বেগ ভক্তমহলে। এবার কৌতুক শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: Birthday Special : অভিনয়ের পাশাপাশি এই বিশেষ গুণের অধিকারী Sara Ali Khan
পরিবার সূত্রে খবর, শুক্রবার সকালেই রাজু শ্রীবাস্তবের স্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শারীরিক অবস্থার খবর নেন এবং যেকোনও প্রয়োজনে পাশে থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন। নরেন্দ্র মোদী ছাড়াও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শিল্পীর পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: সম্পত্তি বৃদ্ধি মামলায় বিশেষ আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বাংলার তিন মন্ত্রী
প্রসঙ্গত, গত বুধবার দিল্লিতে জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন কমেডিয়ান এবং উত্তরপ্রদেশ ফিল্ম ডেভলপমেন্ট কাউন্সিল চেয়ারম্যান রাজু শ্রীবাস্তব। তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই এখনও ওই হাসপাতালেই চিকিৎসাধীন তিনি। সহকর্মী থেকে অনুরাগী সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।