কলকাতা: হাজার ব্যস্ততার মাঝেও ঠিক সময় বের করে নেন তিনি। সেই ফাঁকে মেয়ের সঙ্গে সময় কাটান রাফিয়াথ রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। মা-মেয়ে ঘুরে বেড়ান দেশ-বিদেশে। এবার নিজেদের সেই অ্যাডভেঞ্চারের গল্প কলমবন্দি করেছেন তিনি। ‘আইরা আর মায়ের অভিযান’ নামের একটি চিলড্রেন বুক সিরিজ প্রকাশ করতে চলেছেন ‘আইরার মা’ তথা সৃজিত জায়া মিথিলা।
এই সিরিজের প্রথম পর্ব হল ‘তানজানিয়ার দ্বীপে’। পরের বছর বইমেলাতেই নাকি প্রকাশিত হবে বইটি। ‘লাইট অব হোপ’ (Light of hope) নামে একটি সংস্থা বাংলাদেশের বইমেলায় প্রকাশ করবে বইটি। এমনটাই জানিয়েছেন মিথিলা। আর তাই তিনি এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে বইয়ের কভারের ছবি পোস্ট করেন মিথিলা। তারপরেই চালু হয়েছে প্রি-অর্ডার।
অভিনয়ের পাশাপাশি মিথিলা একজন লেখিকাও। তিনি বলেন, “এটা আমার অনেক দিনের স্বপ্ন। আমার আর আইরার অনেক মজার অভিজ্ঞতা আছে। শুধু ভাবতাম সেটা যদি অন্য বাচ্চাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। যাতে তারাও একই জার্নির মধ্যে দিয়ে যেতে পারে।” ভ্রমণমূলক এই গল্পে আসলে মিথিলা আর আইরা দুটি চরিত্র।
কাজের সূত্রে ছোট আইরাকে নিয়ে বিভিন্ন দেশে ঘুরেছেন মিথিলা। নানা দেশে ঘোরার মুহূর্তগুলি মেয়েই নাকি মনে করে বলেছে মাকে। আর মা তাই দেরি না করে সবটা গুছিয়ে লিখে ফেলেছেন একটি বই। ভ্রমণকাহিনী বললে ভীষণ সিরিয়াস মনে হয়, তাই এই বই যেমন ভ্রমণকাহিনী তেমনই কমিকস বইও বটে জানিয়েছেন মিথিলা।
কয়েকদিন আগেই মিথিলা-আইরা এবং সৃজিতকে দেখা গিয়েছিল বরফের দেশে। সেইসব ছবিও শেয়ার করেছেন নেট দুনিয়ায়। সেখানে তিনজন থাকলেও বইয়ের পাতায় উঠে আসবে মা মেয়ের গল্প। শিক্ষকতার পাশাপাশি ব্র্যাক ইন্টারন্যাশনাল শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন মিথিলা। তাই শিশুদের সঙ্গে অনেকটা সময় কাটান তিনি। সেইসব অভিজ্ঞতাও এই বইতে রয়েছে।