Mimi Chakraborty: দেরি করে ফেলায় আক্ষেপ মিমির

0
170

পূর্বাশা দাস: সদ্য শেষ হয়েছে ক্রিসমাস। কিন্তু ক্রিসমাস উৎসবের এর রেশ এখনও কাটেনি। অতিমারি, করোনা, ওমিক্রনকে উপেক্ষা করেই হুজুগে বাঙালি ভিড় জমিয়েছিল পার্কস্ট্রিটে। উৎসবের দিন শেষ হয়ে গেলেও উৎসবের রেশ কাটেনি। অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই।

আরও পড়ুন: জন্মদিনের আগে সাপের ছোবলে হাসপাতালে সলমন খান

- Advertisement -

তবে মিমি পার্কস্টিটে গিয়ে জ্ঞানহীনতার পরিচয় দেননি। সদ্য সোশ্যাল হ্যান্ডেল একটি ছবি পোস্ট করেছেন যাদবপুরে সাংসদ। ছবি দেখেই বোঝা যাচ্ছে পুরো পার্টি মুডে রয়েছেন মিমি। ছবির ক্যাপশনে মিমি লিখেছেন, “যখন তুমি শেষপর্যন্ত রেডি হয়ে বেরোতে যাও তখন ক্রিসমাস শেষ হয়ে যায়।” মিমির এই ক্যাপশন দেখে অনেকে মজা করে বলছেন, তাহলে কী রেডি হতে দেরি করে ফেলেছেন মিমি? তাই কী মনে কিছুটা আক্ষেপ তাঁর?

এবছর ক্রিসমাসে প্রকৃতই সান্টা হয়ে উঠেছিলেন যাদবপুরের সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী। ক্রিসমাসের আগের রাতে শীতের শহরে দুঃস্থ মানুষদের ‘উষ্ণতা’ পৌঁছে দিয়েছেন মিমি। ফুটপাতবাসীদের কম্বল উপহার দিয়েছেন মিমি চক্রবর্তী। কিন্তু পুরো কাজটি করেছেন চুপিসাড়ে। সামাজিক মাধ্যমে নিজের কোনও পাবলিসিটি করেননি। কিন্তু মিমির এই মহৎ কাজ ধরা পড়েছে গোপন ক্যামেরায়। এহেন কাজের জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।