অর্পিতা দাস: গত দু’দিন ধরে বেহাল টলিপাড়া, গৃহবন্দি একাধিক তারকারা। রাজ-শুভশ্রী, পরমব্রত, রুদ্রনীলের পর এবার করোনা আক্রান্ত সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।
গতকাল রাতে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানান তারা দুজনেই করোনায় আক্রান্ত, যদিও স্বস্তির খবর ইউভান সম্পূর্ণ সুস্থ আছে। আজ সকাল থেকে এবং রুক্মিণী কে নিয়ে করোনার গুজব ছড়ালেও দেব জানিয়েছেন, তাদের রিপোর্ট আসবে আজ রাতে। এরপর পরমব্রত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ জানান তারাও করোনায় আক্রান্ত। কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী জানিয়েছেন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ।
যদিও অদ্ভুত ব্যাপার গত কয়েকদিন বাড়িতেই ছিলেন এবং যথেষ্ট সচেতনতা অবলম্বন করেছিলেন মিমি চক্রবর্তী। অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন mild symptoms থাকায় তিনি করোনা পরীক্ষা করিয়েছেন, রিপোর্ট আসা বাকি। টলিউড অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বাদ যাচ্ছেননা প্রায় কেউই। কিছুক্ষণ আগে মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তিনি করোনায় আক্রান্ত, তবে গত বেশ কিছুদিন তেমনভাবে বাড়ি থেকে বের হন নি, কোন অনুষ্ঠানে যাননি। তবুও খুব খারাপ ভাবেই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা চালাচ্ছেন মিমি চক্রবর্তী।
বর্তমান পরিস্থিতিতে সকলকে অত্যন্ত সাবধানে থাকার অনুরোধ জানিয়েছেন এই সাংসদ অভিনেত্রী। গতবছর ভুয়ো ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়েন মিমি, তবে কিছুদিন চিকিৎসা চালানোর পর সুস্থ হন তিনি। নতুন বছরের শুরুতেই করোনার হানা, বাড়িতে থেকে মন ভালো রেখে সুস্থ হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিমি চক্রবর্তী। শুধু মিমি নয়, করোনার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে প্রায় গোটা টলিউড। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে স্থগিত রাখা হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শীঘ্রই সুস্থ হয়ে উঠুক অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং টলিউডের বাকি তারকারাও, টিম খাসখবরের পক্ষ থেকে রইল শুভকামনা।