খাসডেস্ক: ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন অভিনেত্রী মালাইকা অরোরার (MALAIKA ARORA) বাবা অনীল মেহতা। মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে অভিনেত্রীর বাবার আত্মঘাতী হওয়ার খবর সামনে এসেছে। খবর পেয়েই বান্দ্রার বাড়িতে ছুটে যান মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান। তিনিই সকলের আগে ঘটনাস্থলে পৌঁছান। কেন এমন চরম সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: আলোচনায় বসতে ‘রাজি’ জুনিয়র চিকিৎসকরা পাল্টা শর্ত দিলেন
জানা গিয়েছে মালাইকার যখন ১১ বছর বয়স তখনই তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। হিন্দু-পাঞ্জাবী পরিবারের সদস্য অনিল মেহতার আদি বাড়ি ভারতের সীমান্তে ফজ়িলকায় । খ্রিষ্টান মালয়লি পরিবারের মহিলা জয়েস পলিক্র্যাপকে বিয়ে করেছিলেন তিনি। অনিল মেহতা পেশায় একজন নৌ-সেনা কর্মী ছিলেন। মালাইকা ও অমৃতা বিনোদন জগতের সদস্য হলেও অনিল অরোরা সেইভাবে ক্যামেরার সামনে নিজের মুখ দেখাতেন না।
আরও পড়ুন: মসজিদের নির্মাণ ঘিরে উত্তেজনা, ছুড়ে ফেলা হল পুলিশের ব্যারিকেড
২০০৯ সালে সাকিল লাদাককে বিয়ে করেন মালাইকার (MALAIKA ARORA) বোন অমৃতা অরোরা। দম্পত্তির দুটি পুত্র সন্তানও রয়েছে। এদিকে ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্য জীবন শেষ করেন আরবাজ ও মালাইকা। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে আরহান। পুনরায় বিয়ে করেন আরবাজ। মেকাপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন তিনি। সূত্রের খবর দীর্ঘদিন ডেটিং করার পর সম্প্রতি নিজেদের সম্পর্ক শেষ করেছেন মালাইকা ও অভিনেতা অর্জুন কাপুর।