
বিনোদন ডেস্ক: সৌদি আরব থেকে উমরাহ করে ফিরছিলেন, ঠিক সেই সময় বিমান বন্দর গ্রেফতার হন বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। একসময় কলকাতায়ও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। নয় মাসের অন্তঃসত্ত্বা মাহিয়া মাহির’র গ্রেফতারের খবরে গর্জে ওঠে বাংলাদেশের স্বনামধন্য তারকারা। যদিও এখন জামিনে মুক্ত অভিনেত্রী। জেল থেকে বেরিয়ে রমজানের প্রথম দিনে খাবার বিক্রি করতে দেখা গেল তাঁকে, সঙ্গে অভিনেত্রীর স্বামী রাকিব।
রমজানের প্রথম দিন নিজের রেস্তরাঁর বাইরে ইফতারি বিক্রি করলেন মাহিয়া মাহি। গত বছর থেকে নিজেদের রেস্তরাঁয় ইফতারি বিক্রি করছেন তিনি। গত শুক্রবার লাইভে এসে, ইফতারি তৈরি থেকে শুরু করে রেস্তোরাঁ ঘুরে দেখান অভিনেত্রী। রেস্তোরাঁর অন্যান্য পদ বানানও দেখান। সঙ্গে ছিলেন তাঁর স্বামী রাকিব সরকার।
লাইভে তিনি বলেন, “এবছরও আমরা ইফতারির সামগ্রী নিয়ে এসেছি। ফারিশতায় আছে সুস্বাদু খাবার। আপনারা সবাই আসুন।” উল্লেখ্য, বেশ কিছুদিন আগে সৌদি আরব থেকে ফেরার পথে ডিজিটাল নিরাপত্তা আইন অনুসারে গ্রেফতার করা হয় মাহিয়া মাহি’কে।