কলকাতা: ২৯৪ নয়, আসন্ন বিধানসভা ভোটে ২৯১টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল৷ কালিঙপং, কার্শিয়াং এবং দার্জিলিং-পাহাড়ের এই তিনটি আসন গোর্খা জনমুক্তি মোর্চাকে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার কালীঘাটে ২৯১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো৷
এই ২৯১টি আসনের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৫০ জন৷ প্রত্যাশিতভাবেই টলিপাড়ার একাধিক শিল্পীর নাম রয়েছে তালিকায়৷ কিছুদিন আগে তৃণমূলে নাম লেখানো অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বাঁকুড়া), জুন মালিয়া (মেদিনীপুর), অদিতি মুন্সী (রাজারহাট-গোপালপুর), সায়নী ঘোষ (আসানসোল দক্ষিণ), কৌশানী মুখোপাধ্যায় (কৃষ্ণনগর উত্তর), লাভলী মৈত্র (সোনারপুর দক্ষিণ)-র মতো পরিচিত মুখকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
এদিন দুপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন সায়নী ঘোষ। তিনি লেখেন, ”আসানসোল এবার একসঙ্গে, ভালোবাসে, একে অপরের পাশে থেকে, চলো কিছু করে দেখাই।’ সঙ্গে স্বামী বিবেকানন্দের একটি মতবাদও দেখা যায় ওই পোস্টে।
”ওঠো, জাগো এবং থেমে যেও না লক্ষ্যে পৌঁছানো অবধি।” বিবেকানন্দের এই মতবাদ মাথায় রেখেই নতুন করে পথ চলার আশা প্রকাশ করেছেন অভিনেত্রী। আসানসোল দক্ষিণ থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন সায়নী। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানলপের সাহাগঞ্জের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সায়নী ঘোষ। তারপর থেকেই কেন্দ্রের নানা বিষয়ে গর্জে উঠেছেন এই তরুণী প্রার্থী। উলটো দিক থেকে হুমকি পেয়েও দমে যাননি তিনি, বরং দিদির উপর আস্থা রেখেই নির্বাচনে জিতে মানুষের জন্য কাজ করতে চান তিনি।
এবারের প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে গ্ল্যামারের ছটা। টলিউড তারকাদের ছয়লাপ চারিদিকে। এতদিন দর্শককে মুগ্ধ করেছেন তারকারা তাঁদের অভিনয়ের মাধ্যমে। এবার দেখার পালা জনতাকে তাঁরা তাঁদের কাজের মাধ্যমে কতটা সুবিধা প্রদান করতে পারেন, মন জয় করতে পারেন।