এন্টারটেইনমেন্ট ডেস্ক: আনন্দ দেওয়ার পাশাপাশি এবার যেন spoken english এর ক্লাস হয়ে উঠল জি বাংলার করুনাময়ী রানী রাসমণি উত্তর পর্ব। ধারাবাহিক দেখতে দেখতেই শিখতে পারেন ইংরেজি।
দ্বারিকানাথের জন্যই সংসার করার পাশাপাশি স্কুলে গিয়ে পড়াশোনা শুরু করেছে ইন্দু, বাড়ির একাধিক মানুষের নানান কটাক্ষের বিপক্ষে গিয়ে এক দারুণ পদক্ষেপ নিয়েছে দ্বারিকানাথ এবং তার পাশে সবসময় আছে জগদম্বা। ইন্দু স্কুলে গিয়ে ইংরেজি শেখার পাশাপাশি এবার যেন দর্শকেরাও শিখতে পারেন এই ভাষা।
গতকালের এপিসোডে দেখানো হয়েছে ইন্দু কে তার নতুন বন্ধুরা এবং শিক্ষিকা শেখাচ্ছে ইংরেজি, যেখানে তাকে শেখানো হচ্ছে তোমার নাম কি বা তুমি কোথায় থাকো এই ধরনের বাক্য ইংরেজি তে বলতে হলে কি বলতে হয় বা ইংরেজি ভাষা শেখার সময় কি কি মনে রাখতে হয়, তা বেশ সুন্দর করে বোঝানো হচ্ছে এই ধারাবাহিকে। তবে কতদিন এই স্কুল পর্ব দেখানো হবে তা এখনো জানা যায়নি।
তবে এইভাবে প্রত্যেক পর্বে দেখানো হলে ইংরেজি খানিকটা হলেও শিখতে পারবেন দর্শকেরা। এই ধারাবাহিক অনেক ক্ষেত্রেই বেশ শিক্ষনীয়, বইতে এই ইতিহাস পড়ার পাশাপাশি এই ধারাবাহিক দেখে নানান ইতিহাস জানতে পারছেন দর্শকেরা। তবে শুধু ইতিহাস জানা নয় এবার এই ধারাবাহিক দেখে ইংলিশ টাও ঝালিয়ে নিতে পারেন অনায়াসে, দর্শকেরা ও বেশ মজা করে বলছেন এই কথা।