
বিনোদন ডেস্ক: চলতি বছরের ৬ ফেব্রুয়ারিতেই সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি(Sidhartha Malhotra Kiara Advani) বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এই খবর প্রকাশ্যে আসামাত্রই তাঁদের ভক্তরা রীতিমতো বিয়ের অন্দরের খবর জানার জন্য উৎসুক হয়ে বসে রয়েছেন। ভক্তরা যেন তাঁদের বিয়ের ছবি দেখার জন্য আর ধৈর্য্য ধরতে পারছেন না। কিন্তু এর মধ্যেই দুঃসংবাদ ভক্তদের জন্য। কানাঘুষো শোনা যাচ্ছে, কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ে হচ্ছে না ৬ ফেব্রুয়ারিতে। শেষ মূহুর্তে এসেই বদলে গেল পরিকল্পনা।
আরও পড়ুন নীল-হলুদ ফুলে সেজে উঠছে মণ্ডপ, Sidharth-এর নামের মেহেন্দি Kiaraর হাতে
বিয়ের সমস্ত পরিকল্পনা প্রস্তুত। ইতিমধ্যেই তারকারাও বিয়ের(Sidhartha Malhotra Kiara Advani) জন্য রাজস্থানে হাজির হচ্ছেন। এর মধ্যেই খবর আসছে, ৬ ফেব্রুয়ারি বিয়ে হচ্ছে না দুজনের। জানা যাচ্ছে, ৬ এর বদলে ৭ ফেব্রুয়ারিতে বিয়ে সম্পন্ন হতে চলেছে তাঁদের। তবে মেহেন্দির অনুষ্ঠান রবিবারই সন্ধ্যেতে সম্পন্ন হবে। আর সঙ্গীত হবে সোমবার। আর হলদি, বিয়ে এবং রিসেপশন হবে ৭ ফেব্রুয়ারিতে। সূর্যগড় প্যালেসে এই দুই তারকা সাত পাক নিতে চলেছেন। তবে এই খবর নিয়ে এখনও কোনও অফিসিয়াল তথ্য সামনে আনা হয়নি।
আরও পড়ুন ভিড় বাসে সরতে বলতেই কন্ডাক্টরের মুখে সটান ঘুষি বাসযাত্রীর, মুহূর্তের মধ্যে রক্তাক্ত পরিস্থিতি
উল্লেখ্য, সূত্রের দেওয়া খবর অনুসারে, বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে নীল এবং হলুদ ফুল দিয়ে। সোমবার সাত রাউন্ডে গাঁটছড়া বাঁধবেন সিড-কিয়ারা। তবে বিয়ের অনুষ্ঠানে হাজির কেউই কোনও ফোন ব্যবহার করতে পারবেন না। এমনকি কোনও ছবিও পোস্ট করতে পারবেন না। ড্রাইভারদেরকেও বিশেষ বিয়ের কার্ড দেওয়া হয়েছে। তাঁদের বিয়ের শুট করার জন্য থাকছেন ‘Wedding Filmer’ বিশাল পাঞ্জাবি। এই জনপ্রিয় ফটোগ্রাফার বেশকিছু বলি সেলেবদের বিয়ের ছবি তুলেছেন। সিদ্ধার্থ এবং কিয়ারা দুটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন। একটি তাঁদের পেশাগত বন্ধুবান্ধবদের জন্য মুম্বইতে এবং অন্যটি সিদ্ধার্থের পরিবারের জন্য দিল্লিতে।