
বিনোদন ডেস্ক: “তুমি আমায় সত্যিকারের ভালোবাসো, তোমার মতো কেউ কোনও দিন ভালবাসেনি”, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে খোলা চিঠি লিখলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। মুহূর্তেই অভিনেত্রীর পোস্ট ভাইরাল নেটদুনিয়ায়। অভিনেত্রীর পোস্টে তাঁর একাধিক অদেখা ছবি দেখা গিয়েছে। ছবিতে অভিনেত্রীর পাশে একজনকে দেখা গিয়েছে, জানেন এই ব্যক্তিটি’কে।
অভিনেত্রীর শেয়ার করা ছোট্ট ভিডিওতে একগুচ্ছ ছবি দেখা গিয়েছে। ছবিতে তাঁর পাশে আর কেউ নয় আছেন তাঁর বাবা রাহুল শ্যানন। বাবার জন্মদিন উপলক্ষ্যেই এদিন এই পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। পোস্টে কৃতির সঙ্গে তাঁর বাবার ছোটবেলার অনেক ছবিও দেখা গিয়েছে। পোস্টের ক্যাপশনে লিখেছেন, “তুমিই প্রথম পুরুষ যে আমাকে সত্যিকারের ভালবাসে, তোমার মতো করে কেউ কোনও দিন ভালবাসেনি। তুমি স্বচ্ছ হৃদয়ের অতি সাধারণ একটা মানুষ। তোমাকে অনেক ভালবাসি…শুভ জন্মদিন বাবা। তিনজন নারীকে সামলানোর জন্য আপনাকে অভিনন্দন।”
View this post on Instagram
কাজের দিক থেকে কৃতিকে শেষ দেখা গিয়েছে, কার্তিক আরিয়ানের বিপরীতে Shehzaada ছবিতে । এছাড়া খুব শীঘ্রই করিনা কাপুরের সঙ্গে ‘দ্য ক্রু’, দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে ‘আদিপুরুষ’-এ দেখা যাবে।