
বিনোদন ডেস্ক: মান-অভিমান ভুলে এক হয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আডবানী। বেশ কিছুমাস আগে শোনা গিয়েছিল, একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তারকা জুটি। যোগাযোগ অবধি ছিল বন্ধ। পরে শোনা যায়, ভাঙা সম্পর্ক জোড়া লাগান বলিউড লভ গুরু করণ জোহর। ‘শেরশাহ’ জুটিকে ফের একসঙ্গে দেখে আনন্দে আত্মহারা দর্শকরাও। জানা গিয়েছিল খুব শীঘ্রই বিয়ে সেরে ফেলতে চান সিদ্ধার্থ-কিয়ারার দুজনেই। চলতি বছরের ডিসেম্বরেই নাকি সেই শুভ দিন। গুজবে এতদিন মুখ খোলেননি তারকা জুটির কেউই। এবার জল্পনায় বড় ঘোষণার ইঙ্গিত দিলেন Kiara।
ইন্সটাগ্রাম পোস্টে কিয়ারা লেখেন, “আর গোপন রাখতে পারছি না…সঙ্গে থাকুন.. ২রা ডিসেম্বর”। তারপরেই ভক্তদের কমেন্টের ঝড়। কেউ বলেছেন, বিয়ে খবর ঘোষণা করবেন, আবার কেউ বলেছেন, ‘এটা কি আপনার প্রি ওয়েডিং শ্যুট!’ অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে খিলখিলিয়ে হাসতে দেখা গিয়েছে তারকাকে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।
View this post on Instagram
তাহলে কি সত্যিই ডিসেম্বরে বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা ! নাকি অন্য খবর আসতে চলেছে। জানতে হলে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আপাতত দুজনেই কাজে ব্যস্ত। অভিনেত্রীকে দেখা যাবে করণ জোহরের আসন্ন Govinda Naam Mera ছবিতে।