অপেক্ষার অবসান, প্রকাশ্যে Sid-Kiara’র বিয়ের ছবি

0
100

বিনোদন ডেস্ক : সাতপাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা অর অভিনেত্রী কিয়ারা আডবাণি। দীর্ঘ প্রেমে শিলমোহর, নতুন জীবন শুরু করলেন তারকা জুটি। খবর আগেই চাওর হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু অফিসিয়ালি কোনও তথ্য শেয়ার করেননি তারকা মহলের কেউই। অবশেষে জল্পনার অবসান, সত্যি সত্যিই চার হাত এক হল সিড-কিয়ার’র। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বিয়ের ছবি শেয়ার করলেন নবদম্পতি।

 

View this post on Instagram

 

A post shared by Sidharth Malhotra (@sidmalhotra)

- Advertisement -

 

রাজকীয় বিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নববধূ কিয়ারা লিখেছেন, “আমাদের সারাজীবনের পারমানেন্ট বুকিং হয়ে গেল। এই নতুন যাত্রাপথে আপনাদের সবার আর্শীবাদ চাই’। একই বার্তা উঠে এল সিদ্ধার্থের ইনস্টাগ্রামের দেওয়ালে। গোলাপি লহেঙ্গা, গলায় ভারী হীরে ও পান্নার নেকপিস। হাতে গোলাপি রঙা চূড়া পরে দেখা গেল কিয়ারাকে। কথামতো অভিনেত্রীর বিয়ের পোশাক ডিজাইন করেছেন মণীশ মালহোত্রা। নতুন বরের সাজও নজর কাড়া অফ হোয়াইট শেরওয়ানি, মাথায় পাগড়ি , হাসি মুখে ফ্রেমবন্দি হলেন ‘দুলহে রাজা’।

মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি। তিনটি ছবি শেয়ার করেছেন তাঁরা। একটিতে একে অপরকে প্রণাম করছেন, অন্য আর একটিতে একে অপরের দিকে তাকিয়ে হাসছেন, সবথেকে শেষের ছবিতে সিদ্ধার্থের গালে কিয়ারাকে চুমু খেতে দেখা গিয়েছে। রাজস্থানের সূর্যগড় দূর্গে বসেছিল সিড-কিয়ারার বিয়ের আসর।‌ সাদা ঘোড়ায় করে মনের মানুষকে বিয়ে করতে যান সিদ্ধার্থ। সূত্রে খবর, গতকালই মুম্বইয়ের উদ্দেশ্যে পাড়ি দেবেন তারকা জুটি।