জয়পুর: বলিউডের সকলের নতুন ক্রাশ কার্তিক আরয়ান শুরু করল তাঁর নতুন সিনেমা ভুলভুলাইয়া ২-এর শুটিং। রাজস্থানের জয়পুরে শুরু হয়েছে সিনেমার শুটিং।
রবিবার কার্তিক তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাঁকে দেখা গেল ভুলভুলাইয়ার দেবদূতের মতন জামা পরে। ভিডিওতে তাঁকে গুনগুন করে সিনেমার টাইটেল গান গাইতে দেখা গেল।
ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, এই লুকে হাসিই থামতে চায়না। টিং দিং টিং দিং…।
এই সিনেমায় কার্তিকের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে কিয়ারা আদবানীকে। সিনেমার পরিচালক অনীশ বাজমি। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত এবং প্রিয়দর্শন পরিচালিত ভুল ভুলাইয়া। এই সিনেমাটি ১৯৯৩ সালে মুক্তি পাওয়া মালায়ালাম সিনেমা ‘মনিচিত্রথাজু’ থেকে অনুপ্রাণিত।
সম্প্রতি কার্তিক আরয়ানকে দেখা গেছে ইমতিয়াজ আলির সিনেমা লাভ আজকাল ২-এর প্রধান চরিত্রে। এই সিনেমায় তাঁর সহ অভিনেত্রী ছিলেন সারা আলি খান।