
বিনোদন ডেস্ক: প্রথমবার বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাডুকোন-হৃতিক রোশন। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় মুক্তি পাবে তাঁদের অ্যাকশন ধর্মী ছবি ‘ফাইটার’। ইতিমধ্যে ছবির প্রথম পর্বের শ্যুটিং সারা হয়ে গিয়েছে। শ্যুটিং করতে অসমে পাড়ি দিয়েছিলেন তারকারা। এসবের মাঝেই নতুন খবর দীপিকা-হৃতিক এর Fighter-এ এবার দেখা মিলবে করণ সিং গ্রোভর আর অক্ষয় ওবেরয়।
সদ্য বাবা হয়েছেন করণ সিং গ্রোভর , মেয়ে দেবীকে নিয়ে আপাতত বাড়িতেই রয়েছেন মা বিপাশা। তবে কাজে ফিরেছেন অভিনেতা। সম্প্রতি পরিচালকের সঙ্গে ছবি পোস্ট করে করণ লিখেছেন,”অনেক ধন্যবাদ আমাকে টিমে নেওয়ার জন্য…আমি খুবই উত্তেজিত।” অভিনেতা অক্ষয় ওবেরয় লিখেছেন, “Thrilled to be a part of this one।” মুহূর্তেই পোস্টে লাইক শেয়ার কমেন্টের সংখ্যা আকাশ ছোঁয়া।
View this post on Instagram
জানা গিয়েছে, অ্যাকশন ঘরানার এই ছবিতে দীপিকা পাডুকোন-হৃতিক রোশন’কে ভারতীয় এয়ারফোর্স-এর ভূমিকায় দেখা যাবে। অভিনেতা করণ সিং গ্রোভর আর অভিনেতা অক্ষয় ওবেরয়’কে কোন ভূমিকায় দেখা যাবে তা আপাতত জানা যায়নি। আগামী ২০২৪ সালে ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে ছবি।