Sweata Bhattacharya : দুই সুপারস্টারের হাত ধরে বড় পর্দায় পা যমুনা’র

0
65

বিনোদন ডেস্ক : ছোট পর্দার শ্বেতা ভট্টাচার্য ওরফে ‘যমুনা ঢাকি’র যমুনা এবার বড় পর্দায়। ছোট পর্দায় বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর এবার টলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী। এদিন খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো সাড়া পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন : বলিউডে কে জি এফ বানালে মারধর খেতে হত : Karan Johar

প্রথমবার বলিউডে পা তাও আবার দুই সুপারস্টারের হাত ধরে। টান টান উত্তেজনা তো আছেই সেই সঙ্গে অভিনেত্রীর মাথায় বড় দায়িত্ব। দেব-মিঠুনের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছে সে। দেবের আগামী ‘প্রজাপতি’-তে অভিনেতার বিপরীতে দেখা মিলবে শ্বেতার। সেই সঙ্গে দীর্ঘ ৪৬ বছর বড় পর্দায় ফিরছে ‘মৃগয়া’ খ্যাত মিঠুন চক্রবর্তী-মমতা শঙ্কর খ্যাত জুটি।

আরও পড়ুন :Pushpa 2 : চিত্রনাট্যের পাশাপাশি এবার কি বদলে গেল আল্লু অর্জুন-এর ‘পুষ্পা’ লুক

‘টনিক’-এর মতই বাবা-ছেলের গল্প বলবে ‘প্রজাপতি’। প্রযোজক দেবে-র কথায় , “এছবি আমার ড্রিম প্রোজেক্ট।” প্রথম থেকেই ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন পরিচালক ও প্রযোজক। ছোটো পোশাক, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে স্বাচ্ছন্দবোধ করেন না অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, সেই কারণেই এতদিন বড় পর্দার প্রস্তাব ফিরিয়ে দিয়ে এসেছেন তিনি। ‘প্রজাপতি’-তে সেরকম কোনো দৃশ্য নেই তাই টলিউড ডেবিউ হিসেবে প্রজাপতিকেই বেছে নিলেন শ্বেতা ভট্টাচার্য।