মুম্বই: বলিউড অভিনেত্রী তাপসী পান্নু এবং পরিচালক অনুরাগ কাশ্যপের বাড়িতে আয়কর হানা৷ বুধবার সকালে দুই তারকার বাড়িতে তল্লাশি চালান আয়কর বিভাগের আধিকারিকরা৷
ওই দু’জন ছাড়াও প্রযোজক মধু মান্তেনা এবং বিকাশ বেহলের মুম্বইয়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়৷ সূত্রের খবর, ফ্যান্টম ফিল্মস-এর লেনদের নিয়ে অসঙ্গতির অভিযোগে রয়েছে৷ ফ্যান্টম ফিল্মসের সঙ্গে যোগ রয়েছে এমন ব্যক্তিদের বাড়িতে হানা দেন আয়কর বিভাগের আধিকারিকরা৷ যদিও ২০১৮ সালে বন্ধ হয়ে যায় কোম্পানিটি৷
তবে তাপসী পান্নু ও অনুরাগ কাশ্যপের বাড়িতে আয়কর হানার ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ৷ অনুরাগ কাশ্যপ মোদী সরকারের কড়া সমালোচক৷ অন্যদিকে তাপসী পান্নুও কেন্দ্রীয় কৃষি আইন নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হন৷
অপরদিকে অনুরাগ কাশ্যপ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গলা তুলেছিলেন৷ সুশান্তের মৃত্যু মামলায় রিয়ার পাশে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি৷ বলিউডের প্রথম সারির সেলেবদেরও এক হাত নিয়েছিলেন৷ কেন তাঁরা চুপ এনিয়ে প্রশ্ন তুলেছিলেন অনুরাগ৷