
অর্পিতা দাস: মনোহরার স্বাদ থেকে নিজেকে কিছুতেই বঞ্চিত রাখতে পারছেন না বাংলার মানুষ, তাই এই সপ্তাহেও টিআরপি তালিকায় ১২.৫ পেয়ে সেরার সেরা মোদক পরিবার অর্থাৎ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। সকলকে অবাক করে দিয়ে ৮.২ পেয়ে ষষ্ঠ স্থানে স্টার জলসার খড়কুটো। প্রথম পাঁচ এ এবারও জি বাংলা।
টিআরপি তালিকা অনেকটাই সাপ লুডো খেলার মত। কখন কে উঠবে এবং কখন কে নামবে বোঝা বেশ কঠিন। তবে জি বাংলার মিঠাই অপ্রতিরোধ্যই বটে। বাঙালির মন এখন মিষ্টিতেই মজে। মিঠাই এর থেকে খানিকটা পিছিয়ে ১০.৬ পেয়ে দ্বিতীয় স্থানেই কৃষ্ণকলি পরিবার।
১০.০ পেয়ে তৃতীয় স্থানে অপরাজিতা অপু। ৯.০ পেয়ে চতুর্থ স্থানে যমুনা ঢাকি। তবে শুরুর দিকে টিআরপি তালিকার প্রথম স্থানে থাকলেও শেষের পথে অনেকটাই পিছিয়ে পড়েছে করুণাময়ী রানী রাসমণি। ৮.৭ পেয়ে পঞ্চম স্থানে রানী রাসমণি।
৮.২ পেয়ে ষষ্ঠ স্থানে নেমে গেল স্টার জলসার খড়কুটো। তবে এবারও স্টার জলসায় সেরা খড়কুটো। ৭.৪ পেয়ে আগের থেকে এগিয়ে সপ্তম স্থানে মহাপীঠ তারাপীঠ। ৭.২ পেয়ে অষ্টম স্থানে শ্রীময়ী। ৬.৮ পেয়ে নবম স্থানে দেশের মাটি এবং ৬.৫ পেয়ে দশম স্থানে গঙ্গারাম।
মোহরের জায়গায় শুরু হয়েছে স্টার জলসা নতুন ধারাবাহিক বরণ, তবে সেরা দশের মধ্যে জায়গা করতে পারল না বরণ। অন্যান্য ধারাবাহিক জায়গা বদল করলেও প্রথম স্থানে নিজেকে ঠিক ধরে রেখে এই সপ্তাহের সেরার সেরা মিঠাই।