বিনোদনের ডেস্ক: টলিউডের অন্যতম হেভিওয়েট অভিনেত্রী তিনি। প্রতিনিয়ত একের পর এক চমক দিয়েই চলেছেন এই অভিনেত্রী। কোনও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতেও তাঁর বেশি দেরি হয়না। আবার চারপাশ দিয়ে তাঁকে নিয়ে নিন্দার সাগর বয়ে গেলেও তাঁর কিছু যায় আসেনা! বলা ভাল টলিউডের এমন অভিনেত্রীদের মধ্যে একজনের নামই সর্ব শীর্ষে থাকে, তিনি হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁকে কে না চেনেন!
বহুদিন ধরেই অভিনয় জগতে আছেন তিনি, এখন তো আবার ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন নায়িকা চুটিয়ে। বরাবরই নিজের ইচ্ছে মতো চলতে ভালবাসেন এই অভিনেত্রী। এখন তিনি নিজেকে শিশু বলে দাবি করলেন! বয়সে শিশু নাহলেও তাঁর মন যে এখনও শিশুসুলভ তা অভিনেত্রী হাবেভাবে নানা সময়ে বুঝিয়ে দেন।
View this post on Instagram
কখনও তিনি খোলামেলা পোশাকে নিজেকে সাজিয়ে ব্যালকনিতে নতুন নতুন গানের তালে নাচ করেন, আবার কখনও অন্যায়ের বিরুদ্ধে ফেসবুকে এসে লাইভ করে প্রতিবাদ জানান। আসলে অভিনেত্রী আদতে ভীষণই স্পষ্টবক্তা, ঠোঁট কাঁটা। এর সঙ্গে তিনি প্রচন্ড পশুপ্রেমী।
কয়েকদিন আগে শ্রীলেখা লাল লেহেঙ্গার সঙ্গে মানানসই ভারী গয়নায় নিজেকে সাজিয়ে একটি সুন্দর ছবি শেয়ার করেন। এই ছবি শেয়ার করে শ্রীলেখা লেখেন, “I am a child”. অভিনেত্রীর কমেন্টবক্স তাঁর রূপের প্রশংসায় এক্কেবারে উপচে পড়ছে।