মুম্বই: পর্নকান্ডে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের পর থেকেই উত্তাল বলি পাড়া। রাজের গ্রেফতারির পর থেকেই একের পর এক অজানা তথ্য সামনে এসেছে। স্বামীর গ্রেফতার হওয়ার পর নাচের রিয়েলিটি শো থেকেও সরে দাঁড়িয়েছেন শিল্পা।
গত সপ্তাহেই সুপার ডান্সারের শ্যুটিং সেটে ফিরেছেন। সেখান থেকে তিনি বার্তা দিয়েছেন স্বামী না থাকলে তাঁর অস্তিত্বের জন্য লড়তে হয়। সন্তানের জন্য লড়াই করতে হয়। শুধু লড়াই আর লড়াই। আর এবার ‘বিশ্বাস’-এর কথা বললেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি বইয়ের পাতা শেয়ার করেন তিনি।
আরও পড়ুন: বিতর্ক ভুলে এবার শুটিং সেটে ফিরলেন রাজ ঘরণী শিল্পা
যার হেডিংয়ে লেখা ‘বিশ্বাস’। তার নীচে রয়েছে বার্ট্রান্ড রাসেলের একটি উদ্ধৃতি। যার বাংলায় অর্থ, ‘আমাদের যা প্রয়োজন তা বিশ্বাস করবার ইচ্ছে নয়, বরং সেই বিশ্বাস খুঁজে বার করবার ইচ্ছা’। এরপর সেখানে লেখা রয়েছে, বিশ্বাসের মধ্যে একটি কল্পনা জড়িয়ে থাকার কথা।
এর পাশাপাশি নায়িকা ইনস্টাগ্রামে একটি যোগাসনের ভিডিয়োও পোস্ট করেন। সেখানে দীর্ঘ বার্তা দেন অভিনেত্রী। তিনি বলেন “নিজেই নিজের হাল শক্ত করে ধরুন। নিজেকে এতখানি মজবুত করুন যাতে জীবনে পরিবর্তন আনতে ও তা কার্যকরী করতে সক্ষম হন”।
প্রসঙ্গত, প্রথমে নিজেকে দূরে সরিয়ে দিলেও ধীরে ধীরে পুরনো ফর্মেই ফিরেছেন তিনি। বারবার জানিয়েছেন, গত কয়েকদিনটা খুব চ্যালেঞ্জিং আমার জন্য, সবক্ষেত্রেই। সব খারাপ একদিন ঠিক হয়ে গিয়ে ভালো হবেই।