
বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে সঙ্গীতশিল্পী তথা অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন। প্রথম স্ত্রী সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সাবার প্রেমে পড়েন অভিনেতা। গানে যেমন দুর্দান্ত তেমনই অভিনয়েও খাসা প্রেমিকা। মাঝে মধ্যেই দুজন’কে একসঙ্গে সময় কাটতে দেখা যায়।
কিছুমাস আগেই বছর শুরুতে প্রেমিকাকে নিয়ে বিদেশ সফরে গিয়েছিলেন হৃত্বিক। সঙ্গে ছিলেন তুতো বোন পশমিয়া আর দুই ছেলে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সপরিবারে ছবি আপলোডও করেন। প্রেমিকা অন্ত প্রাণ ওয়ার খ্যাত তারকা। কখনও তাঁর গানের কনসার্টে যাচ্ছেন, আবার কখনও কাজের ফাঁকে বেরিয়ে পড়ছেন লং ড্রাইভে। এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেন সাবা।
View this post on Instagram
পরণে মনীশ মলহোত্রার ডিজাইনার শাড়ি, ব্যাকলেস ব্লাউজ, লাল লিপস্টিক, খোলা চুল একেবারে ‘হট লুক’-এ তাক লাগালেন সাবা আজাদ। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। কমেন্ট করেছেন রাকেশ পুত্রও। প্রেমিকা’কে দেখে চোখ ফেরাতে পারছেন না তিনিও। কমেন্টে লিখলেন, “i see you।” কাজের দিক থেকে হৃত্বিক’কে শেষ দেখা গিয়েছিল সইফ আলি খানের সঙ্গে ‘বিক্রম বেদা’ ছবিতে। খুব শীঘ্রই তাঁকে দীপিকা পাডুকোন আর অনীল কাপুরের সঙ্গে ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে। এছাড়া War 2 আসারও কথা হচ্ছে নির্মাতাদের মধ্যে। আপাতত সাবা আজাদের সঙ্গে তাঁর বিয়ের কোনও সঠিক খবর পাওয়া যায়নি।