
পূর্বাশা দাস: বলি সুন্দরী ক্যাটরিনা কাইফকে নিয়ে এখন তুমুল হইচই সারা নেট পাড়া জুড়ে। সম্প্রতি বলিউড অভিনেত্রী ক্যাটরিনার লুক অ্যালাইকের দেখা পাওয়া গিয়েছে নেট মাধ্যমে। আর তাতেই উচ্ছ্বসিত নেটিজেনরা।
লুক অ্যালাইকের ব্যাপারটি আজকের নয়। বেশ কয়েক বছর আগে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইয়ের মত দেখতে স্নেহা উল্লালের আবির্ভাব হয়েছিল। এবার আবার খোঁজ মিলল ক্যাটরিনা কাইফের লুক অ্যালাইকের। এবার একেবারে ক্যাটরিনার মতো দেখতে এক সুন্দরীর ছবি, ভিডিও নেট মাধ্যমে ভাইরাল।
যাকে নিয়ে এত হইচই সেই হুবহু ক্যাটরিনা কাইফের মতো দেখতে সুন্দরী কন্যের নাম আলিনা রাই। সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় ইন্টারনেট সেনসেশন আলিনা। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা যথেষ্ট ঈর্ষণীয়। আলিনার সাম্প্রতিক ছবি এবং ভিডিও শেয়ার হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। যা দেখে চমকে ওঠেন নেটিজেনরা।
শুধু ক্যাটরিনাই নন, এ যাত্রায় পিছিয়ে নেই রাই বিনোদিনী ঐশ্বর্যও। ঐশ্বর্য্য রাইয়ের লুক অ্যালাইকের ছবিও তুমুল ভাইরাল। তবে তিনি স্নেহা উল্লাল নন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অসিতা সিংয়ের ছবি দেখেও ঐশ্বর্য রাই ভেবে ভুল হতে পারে। অসিতার সঙ্গেও ঐশ্বর্যর হুবহু মিল। কিন্তু ঐশ্বর্য হোক বা ক্যাটরিনা বলিউড নায়িকাদের লুক অ্যালাইকের চক্করে বারবার পরোক্ষে জড়িয়ে যাচ্ছে বলিউডের ‘ভাইজান’ সলমন খানের নাম। ঐশ্বর্য বা ক্যাটরিনা দুজনেই যে সলমনের প্রাক্তন।
আরও পড়ুন: ফের শিরোনামে রিয়া চক্রবর্তী, উসকে দিলেন নয়া জল্পনা
প্রসঙ্গত উল্লেখ্য, নিজের লুক অ্যালাইক ছাড়াও বেশ কিছু কারণে ক্যাটরিনাকে নিয়ে তুমুল চর্চা চলছে এই মুহূর্তে। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে এনগেজমেন্ট সেরেছেন ক্যাট। খুব শীঘ্রই হয়তো বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। ক্যাটরিনাকে শেষ বারের মতো দেখা গিয়েছিল ২০১৯ সালে ‘ভারত’ ছবিতে সলমন খানের বিপরীতে। তবে মুক্তির অপেক্ষায় রয়েছে ক্যাটরিনা এবং অক্ষয় কুমার অভিনীত বিগ বাজেটের ছবি ‘সূর্যবংশী’। এছাড়াও জওয়ান আখতারের ছবি ‘জী লে জারা’ তেও আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ক্যাটরিনা।