Technoblade : ২৩ বছর বয়সেই প্রয়াত জনপ্রিয় ইউটিউবার

0
50

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় ইউটিউবার টেকনোব্লেড (Technoblade)। মৃত্যুকালীন বয়স ছিল মাত্র ২৩ বছর। ক্যানসার আক্রান্ত হয়ে প্রাণ হারালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশ্যে আসতেই মন ভেঙেছে অনুরাগীমহলে। প্রিয় ইউটিউবারের মৃত্যু খবর মেনে নিতে পারছেন না কেউই।

আরও পড়ুন : আরও বাড়ল চাপ, Nupur Sharma-র বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি কলকাতা পুলিসের

টেকনোব্লেড নামে পরিচিতি পেলেও তার আসল নাম অ্যালেক্স। যদিও ২০১৬ সালে অনুরাগীদের একবার নিজেকে ডেভ নামে পরিচয় দিয়েছিলেন। তার ইউটিউব চ্যানেলের নামও Technoblade। গতকাল ছেলের ইউটিউব চ্যানেলে এসে বাবা এখবর ভক্ত মহলের সামনে প্রকাশ্যে আনেন। মুহূর্তেই ৪ কোটি ছুঁয়ে ফেলে সে ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি এসে বলে, “হ্যালো হ্যালো আমি টেকনোব্লেড বলছি, আমি এসে গিয়েছি, যদি তোমরা এই ভিডিও টি দেখে থাকো তাহলে জেনো, আমি মারা গিয়েছি।আমার কন্টেন্ট দেখার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।”

আরও পড়ুন : দুর্ঘটনার কবলে Uorfi Javed, গভীর চোট পেলেন অভিনেত্রী

টানা একবছর ধরে জীবন যুদ্ধে লড়াই করার পর অবশেষে প্রাণ ত্যাগ করেন Technoblade। গত বছর অগাস্টে ক্যানসার আক্রান্ত হওয়ার খবর প্রথম প্রকাশ্যে আনেন তিনি। বছর ঘুরতে না ঘুরতেই প্রাণ ত্যাগ। ইতিমধ্যে তাঁর ফলোওয়ার্স সংখ্যা ১০ মিলিয়ন।