মুম্বই: বাবা ধর্মেন্দ্র কখনই চাইতেন না মেয়ে এষা নাচ করুক বা অভিনয়ের সঙ্গে যুক্ত হোক। অনেক আপত্তি জানানোর পরে মেনে নিয়েছিলেন সব। তবে রক্ষণশীল বাবাকে লুকিয়ে একটি কাজ করেছিলেন অভিনেত্রী। যা এতদিন পর সকলের সামনে আনলেন তিনি।
এষার কোমরে রয়েছে একটি বিশাল আকৃতির ট্যাটু। ২০০৯ সালে করানো এই ট্যাটুর বয়স আজ ১১ বছর। এই কাজই তিনি করেছিলেন। যা এতদিন ঢেকে রাখতেন এষা। মঙ্গলবার ইনস্টাগ্রামে সেই ট্যাটুকে সর্বসমক্ষে নিয়ে আসলেন অভিনেত্রী।
এদিন সাদা রঙের জিনস এবং গোলাপি ক্রপ টপে একেবারে অন্যরকম লুকে ধরা দিলেন হেমা কন্যা। নিজের এই লুকের একটি ছবি পোস্ট করে কোমরের সুবিশাল ট্যাটুর ঝলক তুলে ধরলেন এষা। ক্যাপশনে তিনি লেখেন, “হ্যাঁ.. আপনারা ঠিকই ভাবছেন.. এটা রিয়েল, ২০০৯ সালে এই ট্যাটু করিয়েছিলাম”।
প্রসঙ্গত, গত বছরই জুন মাসে দ্বিতীয়বার মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী এষা দেওল। তারপর থেকেই অভিনয় জগত থেকে খানিকটা দূরে সরে গিয়েছিলেন নায়িকা। তবে আবারও নিজের নয়া লুক নিয়ে ফিরে এসেছেন তিনি। যা দেখে হতবাক নেটিজেনরা। দিন কয়েক আগে আবার প্রযোজকের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।