প্রিয়জনদের হারালেন মিঠাইয়ের ‘সোম’ ওরফে ধ্রুব সরকার

0
438

অর্পিতা দাস: চারিদিকে এখন শুধুই খারাপ খবর, প্রিয়জনদের হারাচ্ছেন একাধিক মানুষ। এই কঠিন সময়ে দুই প্রিয়জনকে হারালেন মিঠাইয়ের সোম অর্থাৎ অভিনেতা ধ্রুব সরকার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধ্রুব জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই তিনি হারালেন পিসি এবং বাবাকে।

মোদক পরিবারে এখন জমজমাট অনুষ্ঠান, কারণ বাড়ির মেয়ে নীপার বিয়ে। কিন্তু বাস্তবে মোদক পরিবারের এক বড় ছেলে সোম অর্থাৎ ধ্রুব সরকারের জন্য যাচ্ছে খুব খারাপ সময়। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই পিসির মৃত্যুর খবর পোস্ট করেন ধ্রুব।

- Advertisement -

পিসি তাঁর জীবনে খুব প্রিয় একজন মানুষ ছিলেন, তা তাঁর পোস্ট দেখেই বোঝা যায়। তবে এখানেই শেষ নয় তার কিছুদিন যেতে না যেতেই বাবাকে হারালেন ধ্রুব। বাবা ও মায়ের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ধ্রুব লেখেন, বাবাকে খুব মিস করবেন তিনি।

টিআরপি তালিকায় এখন প্রথম স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। তাই মিঠাইয়ের পরিবারের প্রত্যেক সদস্যের দায়িত্ব এবং ব্যস্ততা দুইই খুব বেড়ে গিয়েছে। এতকিছুর মধ্যেও শুটিং করতে হচ্ছে ধ্রুবকে। এমনকি এই সময় মায়ের পাশে থাকতেও পারছেন না তিনি।

তবে ধারাবাহিকে নিজের অভিনয়ে কোনমতেই তা বুঝতে  দিচ্ছেন না দর্শকদের। অভিনেতা-অভিনেত্রীরা এভাবেই নিজেদের সমস্যা দূরে সরিয়ে রেখে কাজ চালিয়ে যান অনবরত। প্রিয় মানুষদের জন্য মন খারাপ করার সময়টুকুও হয়তো নেই তাঁদের।

তবুও এই অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছপা হন না সাধারণ মানুষ। খুব শীঘ্রই এই খারাপ সময় কাটিয়ে উঠুক ধ্রুব, টিম খাসখবরের পক্ষ থেকে রইল এই শুভকামনা।