বিনোদন ডেস্ক: মেয়েদের কাছে মায়ের থেকেও বাবা বেশি কাছের হয়। জীবনের প্রথম কেউ যাঁর হাত ধরে হাঁটতে শেখা। সবার কাছেই বাবা মানে যেন আস্ত একটা স্কুল। আর তাঁর জন্মদিন যে মেয়ের কাছে বিশেষ একটি দিন হবে তা বলাই বাহুল্য। ঠিক এরকমই নৃত্য শিল্পী ও অভিনেত্রী দেবলীনা কুমারের কাছেও আজকের দিনটি ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। কারণ আজ তাঁর সবচেয়ে প্রিয় মানুষ তার বাবা অর্থাৎ দেবাশিস কুমারের জন্মদিন।
এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অভিনেত্রীর। তিনি লিখেছেন, ” শুভ জন্মদিন সুপারহিরো এবং নব নির্বাচিত কাউন্সিলর। আমি গর্বিত তোমার মেয়ে হয়ে। শুভ জন্মদিন বাবা।” বড় হলেও বাবার কাছে ছোট্টটি আছেন অভিনেত্রী। একেবারে বাবার কোলে উঠে পড়েছেন তিনি আর এই সুন্দর মুহূর্ত গুলি বিশেষ দিনে সকলের সঙ্গে ভাগ করে নিলেন দেবাশিস তনয়া।
View this post on Instagram
গতকাল অর্থাৎ ২১শে ডিসেম্বর ছিল কলকাতা পুরসভা ভোটের ফলাফল। তৃনমূল কংগ্রেসের হয়ে ৮৫ নং ওয়ার্ড থেকে পঞ্চম বারের জন্য কাউন্সিলর হিসেবে জয় লাভ করেছেন দেবাশিস কুমার। স্বভাবতই বাবার এই সাফল্যে খুশি মেয়েও। জয়ের উল্লাসের প্রমাণ মিলেছে দেবলীনা কুমারের সোশ্যাল মিডিয়ায়। একদিকে জয় ও অন্যদিকে জন্মদিন কার্যত কুমার পরিবারে এখন ‘ Double Celebration’ – এর সময়।
উল্লেখ্য, এতদিন দেবলীনা কুমারকে দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় নন-ফিকশন শো ডান্স বাংলা ডান্সে নৃত্য গুরু হিসেবে। সম্প্রতি শেষ হয়েছে এই শো’টি। নতুন কাজের সঙ্গে আপাতত অভিনেত্রী সেলিব্রেশন মুডে।