হাসপাতাল থেকে ফিরেই মায়ের সঙ্গে বিমানপথে Deepika, কোথায় যাচ্ছেন অভিনেত্রী

0
32

বিনোদন ডেস্ক: অসুস্থ দীপিকা পাডুকোন, মুম্বই-এর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে, বেশ কিছুদিন আগে এই খবর রটেছিল বলিপাড়ায়। যদিও তারকা মহল থেকে এ বিষয়ে কোনো শিলমোহর পড়েনি। তবে জানা গিয়েছে শরীরে কিছু অস্বস্তির কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে,এমনকি বেশ কিছু টেস্টও করা হয় তাঁর। তবে আপাতত ভালো আছেন অভিনেত্রী হাসপাতাল থেকে বাড়িও ফিরেছেন।

গত বৃহস্পতিবার মুম্বইয়ের বিমান বন্দরে মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে ক্যামেরাবন্দী হন বলি তারকা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও সামনে আসতেই কমেন্টের বন্যা। কোথায় চললেন? এখন কেমন আছেন ? একাধিক কমেন্টে ভরে গিয়েছে কমেন্ট বক্স। এদিন সাদা-কালো স্ট্রাইপড সোয়েটার,কালো হাইনেক টপ আর ডেনিমের সঙ্গে দেখা গিয়েছে দীপিকা’কে।

- Advertisement -

ভিডিও দেখে এক নেটিজেনের অনুমান,”সম্ভবত উনি হার্ট চেক আপের কারণে আমেরিকায় যাচ্ছেন। আবার অপরজন লিখেছেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরো দীপিকা। চলতি বছরের শুরুর দিকে হায়দরাবাদে প্রভাসের সঙ্গে ‘প্রোজেক্ট কে’-র শ্যুটের সময় অসুস্থ হয়ে পড়েন বলি ডিভা। এমনকি তাঁকে হাসপাতালেও ছুটতে হয়। তারকার বেড়ে গিয়েছিল হার্টরেট। তবে অফিসিয়ালি এখনও অবধি এই ব্যপারে কোনো তথ্য সামনে আসেনি।