কালো সাজে ‘হট’ Shahrukh,’পাঠান’কে দেখে চোখ ফেরাতে পারলেন না তাঁর রুবিনা

0
197

বিনোদন ডেস্ক: সম্প্রতি ‘নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারের’ উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল তারকাদের চাঁদের হাট। সেখানেই কালো সাজে হট লুকে আত্মপ্রকাশ করেন বলিউড কিং। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী, পুত্র আরিয়ান এবং কন্যা সুহানা খান।

- Advertisement -

কালো ভি নেক টি-শার্ট, ব্লেজার, প্যান্ট, সোনার চেন, ডায়মন্ডের পেন্ডেন্ট নজর কাড়া লুকে দেখা যায় বাদশা’কে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ছবি। ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা, চোখ ফেরাতে পারলেন না বলিউড ডিভা দীপিকাও। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শাহরুখের এই লুক শেয়ার করেছেন সেলিব্রিটি স্টাইলিস্ট শালিনা নাথানি। মুহূর্তেই পোস্টে ভক্তদের লাইক, শেয়ার , কমেন্টের সংখ্যা আকাশ ছোঁয়া। ছবির ক্যাপশনে শালিনা লেখেন, ‘dead’। পাল্টা দীপিকাও কমেন্টে লেখেন, “Me Too!”

শাহরুখের ছবি দেখে কমেন্ট করেছেন অভিনেত্রী মাহিরা খানও। অভিনেতার জনসংযোগকারী পূজা দাদলানি’র পোস্টে তিনি লিখেছেন, “পূজা, এমনটা কেউ করে?’’ আবার নেটিজেনদের কেউ কেউ বলছেন, “শাহরুখ না আরিয়ান, গুলিয়ে গেল।”