সাত মাসের মধ্যেই দ্বিতীয়বার মা হলেন Debina, ছেলে হল না মেয়ে

0
176

বিনোদন ডেস্ক: সাত মাস আগেই মা হয়েছেন বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরতে না ঘুরতেই ফের দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা গুরমিত চৌধুরী।

সাত মাসের মেয়েকে কোলে নিয়েই ফের কন্যা সন্তানের জননী হলেন দেবিনা। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, আমরা আমাদের মেয়েকে স্বাগত জানালাম, কন্যা সন্তান হয়েছে, ফের বাবা-মা হয়ে আমরা উচ্ছ্বাসিত। তবে এই সময় আমরা গোপনীয়তা বজায় রাখতে চাই, যেহেতু সময়ের আগেই আমাদের কন্যা এই পৃথিবীতে এসেছে। প্রার্থনা করুন।” প্রি-ম্যাচিওর বেবি হয়েছে দেবিনার।

- Advertisement -

২০১১ সালে সাতপাকে বাঁধা পড়েন গুরমিত-দেবিনা। ২০০৬ সাল থেকে একে অপরের সঙ্গে ডেট করছেন তারকা জুটি। টানা ৬ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়। ‘গীত.. হুয়ি সবসে পরাই’, ‘পুনর্বিবাহ’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন গুরমিত। আর অন্যদিকে শোভাবাজারের মেয়ে দেবিনা’কে ‘ওজাহ তুম হো’, ‘পল্টন’,‘খামোশ’ ছবিতে যাবে।