মুম্বই: খেলার ময়দানে এক ডাকে সবাই চেনে তাঁকে৷ ভারতীয় দলের হয়ে প্রচুর টেস্ট ম্যাচ খেলেছেন৷ তাঁর ঝুলিতে ৪১৭ টি উইকেট৷ এবার তাঁকে দেখা যাবে বড় পর্দায়৷ সিনেমা প্রেমীরা বলিউডে এবার মুখ্য চরিত্রে দেখবেন ক্রিকেটার হরভজন সিংকে৷ ছবির নাম ‘ফ্রেন্ডশিপ’৷ সূত্রের খবর অনুযায়ী এই বছরই মুক্তি পাবে ছবিটি৷
হরভজন সিং প্রথম নয়৷ এর আগে মাঠ ছেড়ে অভিনয় জগতে দেখা গিয়েছে অজয় জাডেজা, বিনোদ কাম্বলিকে৷ এই ফ্রেন্ডশিপ ছবির পরিচালক জেপিআর ও শ্যাম সূর্য৷ তারাই টুইটারে সিনেমার পোস্টার পোস্ট করেছেন৷ হরভজনের স্ত্রী গীতা বসরা৷ তিনি একজন নাম করা অভিনেত্রী৷ তবে তিনি এই চলচিত্রে আছেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷ ২৩৬টি একদিনের ম্যাচ খেলে ২৬৯টি উইকেট পেয়েছেন তিনি৷
১০-১৪ জুন, ২০১৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ সফরে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত একমাত্র টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ দলের বিপক্ষে তিনি ৩/৬৪ লাভ করেন। মমিনুল হকের উইকেট নিয়ে হরভজন সিং ওয়াসিম আকরামের সমকক্ষ হন ও পরবর্তীতে ইমরুল কায়েসকে আউট করে নবম সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন। স্পিনারদের মধ্যে কেবলমাত্র মুত্তিয়া মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বলে (৬১৯) তার সামনে রয়েছেন। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন৷