বেঙ্গালুরু: শাশুড়ি জামাইয়ের সম্পর্কের যোগসূত্র যদি স্বয়ং জামাইয়ের পেশাই হয় তবে তা তো শিরোনামে আসবেই। সম্প্রতি এরকমই এক যোগসূত্র নজোর কেড়েছে সকলের। শাশুড়ি সুসান ইট্টিসিয়ার সত্তরের দশকের নাম করা মহিলা ক্রিকেটার। জামাই দীনেশ কার্তিকও বাইশ গজে ব্যাট হাতে ভারতীয় ক্রিকেট দলে এতদিন খেলে এসেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে এই যোগসূত্রকেই তুলে ধরা হল।
যুবরাজ এবং যোগরাজের পিতা পুত্রের ক্রিকেট যোগসূত্রের দৃষ্টান্তের কথা তুলে ধরেই ছবি পোস্ট করলেন ‘শাশুড়ি-জামাই’ এর। সত্তর দশকের এই মহিলা ক্রিকেটার আবার দীপিকা পাল্লিকলের মা ও বটে। বাইশ গজের এই দুই জনই আন্তর্জাতিক স্তরের খিলাড়ি। শাশুড়ি জামাইয়ের এম্ন কম্বো লোকের নজরে পড়তেই মূহুর্তে ছড়িয়ে পড়ে এই পোস্ট।
জাতীয় দলে কার্তিকের মতো ব্যাটসম্যানের পিচের ভবিষ্যতে আপাতত ইতি টানা হয়েছে। জাতীয় দলে নতুন ক্রিকেটারদের ভিড়ে এখন খেলার মাঠ তাঁর কাছে অতীত। তাই জাতীয় দলে জায়গা করার পথেই এগোনোর চেষ্টায় আছেন কেকেআর অধিনায়ক।
অন্যদিকে শাশুড়ি সুসান ইট্টিসেরিয়া জাতীয় মহিলা দলে ৭টি টেস্ট-সহ ২টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। শুধু জাতীয় দলের ক্রিকেটারের শাশুড়িই নন তিনি জাতীয় স্কোয়াশ দলের খেলোয়াড় দীপিকা পাল্লিকলের মাও। তবে দীপিকা-সুসান কম্বো নিয়ে সাধারণ মানুষ যত না আগ্রহী কার্তিক-সুসান কম্বো নিয়ে তার চেয়ে অনেক বেশি আগ্রহী।