পূর্বাশা দাস: বিয়ের আনন্দে গোটা বলিউড মশগুল থাকলেও এরইমধ্যে আবার খারাপ খবর। বলিউডে ফের করোনার থাবা। করোনা আক্রান্ত বলিউডের দুই অভিনেত্রী।
আরও পড়ুন: 83 এর প্রচারে কলকাতায় কপিল দেব
করোনার কবল থেকে সারাদেশ ধীরে ধীরে ছন্দে ফিরছে। আর ঠিক এই সময়ই আবারও ছন্দপতন। করোনা আক্রান্ত অভিনেত্রী করিনা কাপুর খান এবং অমৃতা অরোরা। করিনা এবং অমৃতা রিয়েল লাইফেও অভিন্নহৃদয় বন্ধু। করিনার দিদি করিশ্মার সঙ্গেও অমৃতার বেশ সখ্য। তাঁদের সকলকে প্রায়শই একসঙ্গে পার্টি করতে দেখা যায়। বিখ্যাত এই মহিলা মহল বলিউডের ‘গার্লস্ গ্যাং’ নামে খ্যাত।
কয়েকদিন আগেও করিশ্মা, করিনা, অমৃতাদের একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল। এছাড়াও মালাইকা অরোরা, অমৃতা অরোরা, আলিয়া ভাট্, করিশ্মা, অর্জুন কাপুর ‘কভি খুশি কভি গম’ ছবি মুক্তির কুড়ি বছর পূর্তি উদযাপনের জন্য করণ জোহারের বাড়িতে একটি বিশেষ পার্টিতে উপস্থিত হয়েছিলেন। অপর একটি পার্টিতে করিনা, অমৃতার সঙ্গে নীনা গুপ্তার কন্যা বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তাও হাজির ছিলেন।
করিনা এবং অমৃতা কোভিড পজেটিভ হওয়ায় বিগত কয়েকদিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের সকলকেই কোভিড পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সংক্ষেপে বি. এম. সি এর অভিযোগ অভিনেত্রীরা করোনা বিধি লঙ্ঘন করে পার্টি করেছিলেন। বেবোর জন্য এই সময়টা সত্যিই খারাপ। ঠিক বড়দিনের আগে করোনা আক্রান্ত হওয়ায় করিনার আসন্ন ক্রিসমাস পার্টির আনন্দে ভাঁটা পড়তে চলেছে।