Sushmita’র ভাইয়ের ওপর বধূ নির্যাতনের অভিযোগ আনলেন স্ত্রী Charu

0
118

বিনোদন ডেস্ক: যত দিন যাচ্ছে চারু আসোপা আর রাজীব সেনের ডিভোর্স মেলোড্রামাতে পরিনত হচ্ছে। একবার বলছেন ডিভোর্স চাই, আবার একবার বলছেন নতুন করে শুরু করা যাক। বছরের মাঝামাঝি সময়ে দুজনেই জানিয়েছিলেন একে-অপরের থেকে বিচ্ছেদ চান। কিন্তু আবার সেপ্টেম্বরে তাঁরা জানান, একে-অপরকে আর একটি সুযোগ দিতে চান তাঁরা।

তবে সেই সিদ্ধান্তেও বেশি দিন অনড় থাকতে পারলেন না চারু-রাজীব। ফের নয়া ঝামেলার সৃষ্টি, এবার আলাদা হওয়ার হওয়ার সিদ্ধান্তে বদ্ধপরিকর অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিচ্ছেদের বিস্ফোরক মন্তব্য করেন চারু। অভিনেত্রী লিখেছেন, বিয়ের পর থেকে একাধিকবার অপব্যবহার সহ্য করতে হয়েছে তাঁকে। দু-বার আমার ওপর হাত ও তুলেছেন রাজীব। লক ডাউনের সময় তিন মাস হঠাৎই আমায় ছেড়ে চলে গিয়েছিল। বহুবার মাসখানেকের জন্য গায়েব হয়ে গিয়েছেন, সব রকমের জায়গা থেকে ব্লক করে দিয়েছেন। ফলে কোনও যোগাযোগ করাই সম্ভব হত না। কিন্তু আর নয়, ওর বয়স ৪৫ আমার মনে হয় এখন ওকে বদলানও আমার পক্ষে সম্ভব নয়।

- Advertisement -

সেই সঙ্গে তিনি আরও জানান, ইতিমধ্যে আমি জীবনের সাড়ে তিন বছর নষ্ট করে ফেলেছি, কিন্তু আর না। একটা ঘরভাড়া নিয়েছি মুম্বইয়ে গিয়ে সেখানেই মেয়েকে নিয়ে উঠব। ডিভোর্সের সব স্টেপ আবার চালু করব। আশা করি, রাজীব আমার সঙ্গে সহযোগিতা করবে কোনও রকম ঝামেলার সৃষ্টি করবে না। স্বামী’র থেকে কোনও ভরণপোষণ দাবি করেননি চারু, কিন্তু রাজীব চান মেয়ের আর্থিক খরচের দায়িত্ব নিতে।