
বিনোদন ডেস্ক : নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসে প্রতি বছর জড়ো হন হাজার হাজার প্রথম সারির তারকারা। দেশ বিদেশ থেকে অনুষ্ঠানে যোগদান করেন শুধুমাত্র তারকাদের সাজ দেখার জন্য। ওইদিন রীতিমতো তারকদের মধ্যে প্রতিযোগিতা চলে মেট গালায় কে কি পরলেন, কার পোশাক কত অদ্ভূত, কতজনের দৃষ্টি টানল তাও হয়ে ওঠে চর্চার বিষয়। এবারের অনুষ্ঠানে সবচেয়ে চোখ ধাঁধিয়েছে ভারতীয় ব্যবসায়ী নাতাশা পুণাওয়ালার লুক । শাড়িতে এইপ্রথমবার কেউ মেট গালায় হাজির হন। সব্যসাচীর শাড়িতে নাতাশা পুণাওয়ালার লুক রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। তবে পিছিয়ে নেই গ্র্যামি পুরস্কার জয়ী গায়িকা কার্ডি বিও।
আরও পড়ুন : আর রাগ নয়, এবার ভুয়ো খবর হেসেই উড়িয়ে দিলেন Shruti Das
সোনা খচিত গাউনে এদিন রেড কার্পেটে হাঁটেন গায়িকা। শুধু সোনার মোড়কে পোশক নয়,গলার অলঙ্কারেও শোভা পায় তাঁর একগুচ্ছ সোনার চওড়া চেন। এমনকি দু-হাতেও দেখা যায় অজস্র সোনার চেন। উঁচু করে বানানো খোঁপা, গ্লসি লিপ আর চোখে নুড আইস্যাডো। কার্ডি বি’র এই লুক রীতিমতো এখন ভাইরাল।
Cardi B shines in all-gold dress at Met Gala 2022
Read @ANI Story | https://t.co/DR4bio3lro#CardiB #MetGala2022 #MetGala pic.twitter.com/OQF5LkHnNu
— ANI Digital (@ani_digital) May 3, 2022
দীর্ঘ ৩ বছর পর মেট গালার রেড কার্পেটে পা রাখলেন গ্র্যামি পুরস্কার জয়ী গায়িকা কার্ডি বিও। শেষ দেখা গিয়েছিল তাঁকে ২০১৯ সালে। গতবছর কি অর্ধনগ্ন অবস্থায় ,পাকিস্তানি শিল্পীর ভাস্কর্য বুকে জড়িয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা সেড়েছিলেন গায়িকা। এই নিয়ে দ্বিতীয়বার মা হলেন তিনি।২০১৭ সালে অফসেটের সঙ্গে গাঁটছড়া বাঁধেন জনপ্রিয় গায়িকা কার্ডি বি।