অর্পিতা দাস: অনেক ষড়যন্ত্র করে মোদক পরিবারে প্রবেশ করলেও প্রথমেই মিঠাই এর কাছে হেরে গেলো টেস বুড়ি। সিদ্ধার্থ তো বটেই, মিঠাইয়ের কথা শুনতে বাধ্য হল সোম নিজেও।
মোদক পরিবারে বড় বউ হয়ে এসেই নিজের খেলা দেখাতে শুরু করেছে তোর্সা, সিদ্ধার্থর থেকে কিভাবে মিঠাই কে আলাদা করা যায় সেই পরিকল্পনাই করে চলেছে টেস। কিন্তু মিঠাই কে হারানো অত সহজ নয়, তার ওপর সিদ্ধার্থ নিজেই বলেছে সে সব সময় মিঠাই এর পাশে থাকবে। তাই এই খেলায় টেস এর হার নিশ্চিত- তা নতুন করে বলতে হবে না। ঠিক সেটাই হলো মোদক পরিবারে। সিদ্ধার্থ তোর্সার কাছে আসার পরিবর্তে তাকে বৌদিমণি বলে ডাকতে শুরু করে দিয়েছে। তোর্সার জন্য যা একেবারেই অসহ্যকর।
পাশাপাশি সিদ্ধার্থ ও মিঠাই এর কথা শুনে সোম নিজে বলেছে তাদের মিষ্টির দোকানের মিষ্টির দাম অন্যান্য দোকানের মতই হবে। সেক্ষেত্রেও তোর্সার পরিকল্পনাকে প্রাধান্য না দিয়ে মিঠাই এর কথাই শোনা হয়েছে। যার ফলে একেবারে রেগে আগুন তোর্সা। মিষ্টির দাম বাড়ানোর জন্য দোকানে লোক এসে চেঁচামেচি করতে শুরু করে, আর সেই সময় পরিস্থিতিকে ঠান্ডা করতে মিঠাই ও সিদ্ধার্থের কথা মেনে নিতে বাধ্য হয় সোম। মোদক পরিবারে এখন মিঠাই ও তোর্সার মধ্যে শুরু হয়েছে এক ঠান্ডা যুদ্ধ- এবং প্রথম যুদ্ধে জয়ী মিঠাই। তবে তাতে একেবারেই থেমে থাকবে না তোর্সা, তাই এই মজার যুদ্ধ এবং যুদ্ধের ফলাফল ঠিক কি হয় তা জানার জন্য অবশ্যই প্রত্যেককে দেখতে হবে জি বাংলায় মিঠাই।