মেয়ে Janhvi’র প্রেমিকের সঙ্গে আম্বানীদের অনুষ্ঠানে হাজির Boney Kapoor

0
100

বিনোদন ডেস্ক: গত শুক্রবার ‘নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারের’ উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল তারকাদের চাঁদের হাট। শাহরুখ-গৌরি থেকে করিনা-করিশ্মা, আরিয়ান-সুহানা, কিয়ারা-সিদ্ধার্থ,আম্বানিদের অনুষ্ঠানের অতিথি ছিলেন বলিউডের উঠতি তারকা থেকে শুরু করে প্রবীণ তারকারাও। এবার মেয়ের চর্চিত প্রেমিকের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হলেন বনি কাপুর।

ব্যবসায়ী শিখর পাহাড়িয়া’র সঙ্গে বেশ কিছুদিন ধরেই জাহ্নবী কাপুরের সম্পর্কের খবর শোনা যাচ্ছে। দীর্ঘদিন ধরে তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। মাঝে একবার তাঁদের বিচ্ছেদের খবর শোনা যায়। তবে সম্প্রতি বিটাউন সূত্রে খবর, অতীত ভুলে তাঁরা ফের এক হয়েছে। দুই বাড়ি থেকেও নাকি মেনে নিয়েছে। এবার হবু জামাইয়ের সঙ্গে আম্বানীদের অনুষ্ঠানে হাজির হলেন প্রযোজক বনি কাপুর।

- Advertisement -

অনুষ্ঠানে এসে শিখর পাহাড়িয়া’র সঙ্গে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিলেন। এদিন ধূসর রঙের কোর্ট-প্যান্টে দেখা যায় বনি কাপুর’কে। আর অন্যদিকে শিখরকে দেখা যায়, সাদা-কালো পোশাকে। এদিনের অনুষ্ঠানে জাহ্নবী কাপুরও উপস্থিত ছিলেন। তাঁকে সাদা ল্যাহেঙ্গায় দেখা যায়।