মুম্বই: ‘শরীর ভালো নেই৷ অস্ত্রোপচার.. লিখতে পারছি না৷’’ মার্চের শুরুতেই নিজের ব্লগে কথাগুলি লিখেছিলেন অমিতাভ বচ্চন৷ ইঙ্গিত দিয়েছিলেন অস্ত্রোপচারের৷ তারপর থেকে বলিউড শাহেনশার শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে৷ পরে অবশ্য ভক্তদের আশ্বস্ত করে বিগ বি জানান, তিনি ভালো আছেন৷ ধীরে ধীরে হলেও সুস্থ হয়ে উঠছেন৷
প্রবীণ অভিনেতা সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ৷ তাঁর প্রোফাইল দেখলেই তা বোঝা যায়। বিভিন্ন বিষয় নিয়ে তিনি নানা কথা শেয়ার করেন সকলের সঙ্গে। নিজের অগণিত ভক্তদের জন্য শারীরিক অবস্থার বিষয়েও তিনি আপডেট দেন৷ নিজের ব্লগের একটি পোস্ট ফের তিনি শেয়ার করেছেন নেট দুনিয়ায়।
সম্প্রতি তাঁর চোখে অস্ত্রোপচার হয়েছে৷ ৭৮ বছর বয়সী অভিনেতা একটু সুস্থ হয়েই আবার নিজের কাজে মন দিয়েছেন। ব্লগ নিয়ে ব্যস্ত অমিতাভ তাই লিখেছেন ,‘‘আমি দৃষ্টিহীন, কিন্তু নিজের পথে দিশাহীন নই৷ আমার সুবিধা নেই, কিন্তু অসুবিধাহীন নই। যাঁরা সেবা করছেন তাঁরা দারুণ সঙ্গী, যাঁরা মনকে নিরাময় দেন, তাঁরা সুসজ্জিত৷ স্বাস্থ্য পরিষেবা হৃদয় রয়েছে প্রফুল্ল৷ কিছু সময়ের জন্য আমি রয়েছি বদ্ধ৷ করজোড়ে করি প্রার্থনা৷ হ্যাঁ আমি করবদ্ধ, সব সময়ের জন্য করবদ্ধ৷’’
ইংরেজি ও হিন্দি এই দুই ভাষাতেই নিজের মনের ভাব লেখনীর মাধ্যমে প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন৷ যদিও অমিতাভ বচ্চন লিখেছেন, লেখায় কোনও ভুল ত্রুটি থাকলে তাঁকে যেন মার্জনা করে দেওয়া হয়৷ তবে ভক্তদের আশ্বস্ত করে তিনি লেখেন, চোখের দৃষ্টি ধীরে ধীরে ফিরছে এবং তিনি সুস্থ হয়েছেন৷ এই বয়সে চোখে অপারেশন বেশ স্পর্শকাতর বিষয় এবং খুবই যত্ন সহকারে সামলাতে হতে পারে৷ শ্রেষ্ঠ উপায়ে চিকিৎসা করা হয়েছে এবং আশা করা যায় সব ঠিক হয়ে যাবে৷
তাঁর হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে জানিয়েছেন বিগ বি। বলিউডে এরপর তাঁর বড় প্রজেক্ট হল অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’৷ সেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর৷ এছাড়াও ইমরান হাসমি অভিনীত ‘চেহেরে’-তেও দেখা যাবে তাঁকে।