ইন্ডাস্ট্রিতে শত্রুর সংখ্যা অনেক, বহু কাজ হারিয়েছেন Biplab Chatterjee

0
61

বিনোদন ডেস্ক: টলিউডের এক সময়ের ডাকসাইটে খল নায়ক ছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়। রাস্তায় বেরোলে অভিভাবকেরা তাঁকে দেখিয়ে বাচ্চাকে বলতেন “ওই দেখো, দুষ্টু লোক যাচ্ছে। ‘নায়ক নহি, খলনায়ক হু ম্যায়’ টলিউডে তিনিই যেন এই প্রবাদটির জলজ্যান্ত উদাহরন। পর্দার কুচুটে ভিলেন বিপ্লব চট্টোপাধ্যায় কিন্তু বাস্তব জীবনে শান্তশিষ্ঠ ভদ্রলোক।

বড় পর্দার পাশাপাশি ছোট পরদাতেও দাপিয়ে কাজ করেছেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। কিন্তু আজকের এই ৭৫ বছরবয়সীসে রূপোলী পর্দায় সেইভাবে আর তাঁকে দেখা যায় না। কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন। এই বিষয়ে টলিপাড়ায় অনেক কানাঘুষো খবর শোনা যায়। কেউ বলেন, “রাজনীতি করতে গিয়ে কেরিয়ার হারিয়েছেন”, আবার কেউ বলেন, আর কেউ তাঁকে কাজে নেয় না। আসল সত্যিটা কি ? সম্প্রতি নিজের আত্মজীবনী ‘আমি বিপ্লব’ মুক্তি পাওয়ার দিন এই বিষয়ে মুখ খোলেন বর্ষীয়ান অভিনেতা।

- Advertisement -

এদিন বুধবার প্রকাশিত হল অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের আত্মজীবনী ‘আমি বিপ্লব’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায় সহ আরও অনেক কলাকুশলীরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, “আমার বন্ধুর সংখ্যা কম শত্রুর সংখ্যা বেশি। “৩০ বছরে ইন্ডাস্ট্রিতে কোনও বন্ধু পাননি”, এই প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেতা বলেছেন, “ইন্ডাস্ট্রিতে কাজ কেড়ে নেওয়ার অনেক লোক রয়েছে, অনেকে আমার কাজ কেড়েও নিয়েছে। বন্ধু একদম নেই তা বলব না, আছে কিন্তু অনেক কম, ৩০ বছরের কর্ম জীবনে সেইভাবে কোনও বন্ধু পাইনি।”

১৯৪৭ সালের ৮ জুলাই জন্ম অভিনেতা বিপ্লব চট্টোপাধ্য়ায়ের। দীর্ঘ কেরিয়ার জীবনে একাধিক ছবি, সিরিয়ালে কাজ করেছেন। ১৯৭০ সালে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে অভিনয়ে ডেবিউ করেন অভিনেতা। কমিউনিস্ট পার্টির হয়ে এক সময়ে চুটিয়ে রাজনীতিও করেছেন। জীবনের সমস্ত ওঠা-পড়ার গল্প আত্মজীবনীতে বর্ণিত করেছেন অভিনেতা।

আরও পড়ুন: বাংলাকে বাঁচাতে একজন ‘উদয়ন পণ্ডিত’ চাই, অভিনেতা Biplab Chatterjee’র নিশানায় শাসক দল